আজকাল ওয়েব ডেস্ক: আগামীকাল ২৯ অক্টোবর ধনতেরাস। প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে এই ধনতেরস পালন করা হয়। এই শুভ সময়ে ভগবান ধন্বন্তরি, মা লক্ষ্মী ও ভগবান কুবেরের পুজো করা হয়ে থাকে। এই বিশেষ দিনে সোনা বা রুপো কেনা শুভ বলে মনে করা হয়।

বর্তমানে আকাশছোঁয়া সোনার দাম। কেনার ইচ্ছে থাকলেও হলুদ ধাতুতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে আমজনতার। তবে কি গয়না পরার সাধ মিটবে না? বিকল্প হতেই পারে রুপোর গয়না। হ্যাঁ, পছন্দের পোশাকের সঙ্গে কিনতে পারেন মানানসই হলুদ ধাতু। দাম যেমন সোনার চেয়ে কম, তেমনই রয়েছে নানান আধুনিক স্টাইল।  

সাবেক কিংবা পাশ্চাত্য ধাঁচের পোশাক, মানানসই গয়না না হলে সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। যদিও সোনার গয়না পরে আজকাল চলাফেলা করা মোটেও নিরাপদ নয়। তাই বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য হোক কিংবা রোজের সাজে, বেছে নিতে পারেন রুপোর গয়না। যে কোনও ধরনের পোশাকের সঙ্গেই রূপোর গয়না বেশ ট্রেন্ডিং লুক এনে দিতে পারে।

আজ সোমবার রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৯৭৯০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯৭ হাজার ৯০০ টাকা। রুপোও গতকালের তুলনায় আজ ১০০ টাকা সস্তা হয়েছে।

রুপোর গয়নায় রয়েছে সাবেকিয়ানার পাশাপাশি আধুনিকতার ছোঁয়াও। কিছু কিছু রুপোর গয়নায় থাকে মিনাকারি কাজে রঙের ছোঁয়াও। নাকছাবি থেকে ডিজাইনার আংটি, কিংবা পায়ের আঙ্কলেট থেকে পেন্ডেন্ট, ছোট ছোট রুপোর গয়না রোজকার জীবনে আকছার ব্যবহার করতে পারেন। আবার একটু জমকালো সাজের জন্য বড় নেকলেস আর হাতের রকমারি বালাও সংগ্রহে রাখতে পারেন।

বিভিন্ন রঙের পাথরের ব্যবহারও হয় রুপোর গয়নায়। নীলকান্তমণি, নবরত্ন রঙের পাথরের ব্যবহার হচ্ছে রুপোয়। জ্যামিতিক মোটিফ, ঐতিহ্যবাহী মোটিফের রুপোর গয়না পাল্টে পাল্টে পরার জন্য রাখতে পারেন ওয়ার্ডবোবে। এছাড়াও সাবেকি ধাঁচের চোকার, ঝুমকো, নেকলেস অথবা বালা সংগ্রহে থাকলে মন্দ হয় না।