আজকাল ওয়েবডেস্ক: এক রাতের সহবাসে কি মনের কোনও স্থান নেই? শরীরী মিলনের মুহূর্তে উত্তেজনার ঝড়, কিন্তু পরদিন বুকে চেপে বসে অনুশোচনার ভার—বিশেষত নারীদের জন্য! Archives of Sexual Behavior-এ প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে, এক রাতের সম্পর্ক বা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর পর ৩৫% নারী অনুশোচনার কথা জানিয়েছেন। এর প্রধান কারণ—লজ্জা, আবেগের সংযোগের অভাব ও সামাজিক মর্যাদার শঙ্কা।
অন্যদিকে, মাত্র ২০% পুরুষ এমন সম্পর্কের জন্য অনুশোচনা করেন। তবে তাদের অনুশোচনার ধরন ভিন্ন—তারা পস্তান “আরও সুযোগ” হাতছাড়া হওয়ার জন্য! কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্কে (যেমন বিয়ে) ছবিটা একেবারে উল্টো। গবেষণাটি জানাচ্ছে, পুরুষেরা বেশি আফসোস করেন কাকে বিয়ে করেছেন তা নিয়ে। মূলত আবেগগত সহানুভূতির অভাব, কথাবার্তার ঘাটতি কিংবা স্বাধীনতা হারানোর অনুভূতিই থাকে সেই অনুশোচনার মূলে।
এই বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদী যৌন ও সম্পর্কগত সিদ্ধান্ত—দুইটি লিঙ্গের উপর ভিন্নভাবে প্রভাব ফেলে। শরীর শুধু শরীরই নয়, আবেগ ও সামাজিক কাঠামোর সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই মুহূর্তের সুখের পিছনে থাকতে পারে দীর্ঘমেয়াদী মানসিক খরচ—বিশেষ করে নারীদের জন্য।
