আজকাল ওয়েবডেস্ক: দিনে কতবার ফোনের লক খোলেন? পঞ্চাশ, একশ না তারও বেশি? প্রতিবার পর্দা আনলক করার সঙ্গে সঙ্গেই যে ছবিটি ভেসে ওঠে, তা কি কেবলই একটি সাধারণ ছবি? মনোবিদরা বলছেন, একেবারেই নয়। আপনার ফোনের ওয়ালপেপার আসলে আপনার মনের এক অলিখিত আয়না। আপনার অবচেতন মন, বর্তমান মানসিক অবস্থা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই ছোট্ট ডিজিটাল পর্দায়। এটি আত্মপরিচয়ের একটি নীরব প্রকাশ। জেনে নেওয়া যাক, কোন ধরনের ওয়ালপেপার আপনার সম্পর্কে কী ইঙ্গিত দেয়।
১। প্রিয়জন বা সন্তানের ছবি
যাঁদের ফোনের পর্দায় সবসময় সঙ্গী, বাবা-মা বা সন্তানের হাসিমুখ ভাসে, তাঁরা খুবই সমাজকেন্দ্রিক হন, পরিবারকেই নিজেদের শক্তির উৎস বলে মনে করেন। মনোবিদদের মতে, প্রিয়জনের ছবি তাঁদের মধ্যে নিরাপত্তাবোধ জোগায় এবং কঠিন সময়ে অনুপ্রেরণা দেয়। এই ধরনের মানুষ আবেগপ্রবণ হন এবং জীবনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে ভালবাসেন।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
২। প্রকৃতির শান্ত রূপ
পাহাড়, সমুদ্র, জঙ্গল বা কোনও শান্ত প্রাকৃতিক দৃশ্য যাঁদের পছন্দ, তাঁরা সাধারণত শান্তিপ্রিয় হন। কর্মব্যস্ত বা কোলাহলপূর্ণ জীবন থেকে তাঁরা মনে মনে মুক্তি খোঁজেন। পাহাড়ের ছবি যাঁদের পছন্দ, তাঁরা জীবনে চ্যালেঞ্জ ভালোবাসেন। আবার দিগন্ত বিস্তৃত সমুদ্রের ছবি শান্ত, গভীর এবং চিন্তাশীল মনের পরিচায়ক।
৩। নিজের পোষ্যের ছবি
ফোনের পর্দায় নিজের পোষ্যর ছবি দিয়ে রাখেন অনেকেই। এটি ইঙ্গিত দেয় যে, সেই ব্যক্তি অত্যন্ত স্নেহপ্রবণ এবং পোষ্যের নিঃশর্ত ভালবাসা তাঁর কাছে অমূল্য। এঁরা সাধারণত খুবই বিশ্বস্ত মানুষ হন এবং খুব সহজে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন।
৪। অনুপ্রেরণামূলক উক্তি বা নিজের লক্ষ্য
যাঁরা নিজেদের লক্ষ্য (যেমন, একটি স্বপ্নের গাড়ি বা বাড়ি) বা কোনও অনুপ্রেরণামূলক উক্তির ছবি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করেন, তাঁরা অত্যন্ত আত্মপ্রত্যয়ী, উচ্চাকাঙ্ক্ষী এবং কেরিয়ার সচেতন হন। এই ছবি বা উক্তি তাঁদের প্রতিনিয়ত নিজের লক্ষ্যের কথা মনে করিয়ে দেয় এবং এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়।
৫। বিমূর্ত শিল্প বা জ্যামিতিক নকশা
এই ধরনের ওয়ালপেপার ব্যবহারকারীরা সাধারণত সৃজনশীল, কিছুটা অন্তর্মুখী এবং জটিল মনের অধিকারী হন। তাঁরা ব্যক্তিগত জীবন বা আবেগ সহজে সকলের সামনে প্রকাশ করতে চান না। তাঁদের নিজস্ব চিন্তার জগৎ রয়েছে। সেখানেই মগ্ন থাকতে পছন্দ করেন। পাশাপশি তাঁরা নান্দনিকতাকে গুরুত্ব দেন।
৬। ডিফল্ট বা কালো ওয়ালপেপার
অনেকের ফোনেই ডিফল্ট ওয়ালপেপার বা একটি সম্পূর্ণ কালো স্ক্রিন দেখা যায়। এর একাধিক অর্থ হতে পারে। প্রথমত, সেই ব্যক্তি হয়তো অত্যন্ত বাস্তববাদী এবং ফোনটিকে কেবল কাজ করার যন্ত্র হিসেবেই দেখেন। দ্বিতীয়ত, এটি মানসিক অস্থিরতা বা অবসাদেরও ইঙ্গিত হতে পারে, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে চাইছেন। আবার, অত্যন্ত গোপনীয়তা যাঁরা পছন্দ করেন, তাঁরাও কালো স্ক্রিন ব্যবহার করেন।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
মনোবিদদের কথায়, ওয়ালপেপার আমাদের অবচেতন মনের প্রতিফলন। আমরা হয়তো নিজের অজান্তেই সেই ছবিটি বারবার দেখতে চাই, কিংবা তার সঙ্গে আমাদের আবেগ, আকাঙ্ক্ষা ও বর্তমান মানসিক পরিস্থিতি জড়িয়ে থাকে। তবে, এটিই চরিত্র বিশ্লেষণের একমাত্র পথ নয়। অনেক সময় মানুষ কেবল একটি ছবি সুন্দর বলে বা ঘন ঘন বদলানোর অভ্যাসের কারণেও নিত্যনতুন ওয়ালপেপার রাখেন। তাই ফোনের পর্দা মনের অবস্থার একটি মজাদার সূচক হতে পারে, কিন্তু একে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক নয়।
