আজকাল ওয়েবডেস্ক:  ত্বক, চুলের প্রতি যত্নের অভাব না হলেও ঠোঁট নিয়ে অবহেলার শেষ নেই। কিন্তু অনেকেরই অজানা, শরীরে গুরুতর রোগের জানান দিতে পারে ঠোটঁ। আসলে ঠোঁট কালো হয়ে যাওয়ার পিছনে ধূমপানই মূল কারণ বলে ভাবেন বেশিরভাগ মানুষ। নিকোটিন এবং বেনজোপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে কালো হয়ে যেতে পারে ঠোঁট। কিন্তু এছাড়াও ঠোঁটের রং বদলে যাওয়ার পিছনে থাকতে পারে আরও অনেক কারণ। এমনকী শরীরের অনেক জটিল রোগও বলে দিতে পারে ঠোঁট। তাহলে জেনে নেওয়া যাক সেই বিষয়ে-

বেশি লিপস্টিক ব্যবহারে ঠোঁট কালো হয়ে যেতে পারে। লিপস্টিকে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। ঠোঁটের স্পর্শকাতর চামড়া রাসায়নিক উপাদানের সংস্পর্শে এসে প্রতিক্রিয়া দেখায়। যার ফলে বদলে যেতে পারে ঠোঁটের রং। মেয়াদ শেষ হয়ে যাওয়া লিপস্টিক ব্যবহার করলেও এমন হতে পারে।

সুস্থতার জন্য জল খাওয়া অত্যন্ত জরুরি। শরীরে জলের ঘাটতি দেখা দিলে ঠোঁটে কালো দাগছোপ দেখা দিতে পারে। এছাড়া জল কম খেলে ঠোঁটের চামড়া অত্যধিক মাত্রায় শুষ্ক হয়ে গিয়ে কালো হয়ে যায়। তাই শরীরের পাশাপাশি ঠোঁটের যত্ন নিতেও জল খাওয়া জরুরি।

ঠোঁটের কালো দাগ ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষত যদি এই দাগ ক্রমশ বেড়ে যায়,  রক্তপাত হয় এবং ক্রমশ ক্ষতের চেহারা নিতে থাকে, তাহলে সেটি মেলানোমা নামক ক্যানসারের লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

ঠোঁটের রং পরিবর্তন ছাড়াও বেশ কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হওয়া জরুরি। সেগুলি হল- ঠোঁটে কালশিটে, লাল দাগ, ক্ষত, ফোস্কা ও ফোলা ভাব, ঠোঁটে রক্তপাত বা ব্যথা, চোয়াল ফুলে যাওয়া, দাঁতে অনবরত ব্যথা ইত্যাদি।