আজকাল ওয়েব ডেস্ক: দাগ-ছোপহীন ঝলমলে, জেল্লাদার ত্বক কে না চায়! সেই স্বপ্নপূরণের জন্য কসরতও কম করতে হয় না। আজকাল আবার ব্যস্ততার জীবনে রূপচর্চার জন্য আলাদা করে সময় বের করাও মুশকিল। অনেকেই স্কিনকেয়ার রুটিনে মধু ব্যবহার করে থাকেন। আয়ুর্বেদ মতে, মধু এমন এক উপকরণ, যার গুণের শেষ নেই। বাড়িতে সহজে ফেসপ্যাক, ফেসস্ক্রাব তৈরি করার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল মধু। একাধিক উপকরণের সঙ্গে মধু মিশিয়ে যে মিশ্রণ তৈরি হয় তা দিয়ে বাড়িতেই ত্বকের জেল্লা ফেরাতে পারেন। এককথায়, সৌন্দর্যচর্চায় মধু অতুলনীয়। তবে মধু ত্বকে ব্যবহারের জন্য সঠিক পদ্ধতি জানা প্রয়োজন। কোন কোন উপায়ে মধু ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাবেন জেনে নিন।
মধু এবং হলুদ গুঁড়ো- মধুর সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন। এরপর এই মিশ্রণ মুখে ভাল করে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে দু'বার এই ফেসপ্যাক ব্যবহার করতে ত্বকে পরিবর্তন দেখতে পাবেন।
মধু ও দারুচিনি- মধুর সঙ্গে দারুচিনি গুঁড়ো মিশিয়ে তৈরি ফেসপ্যাক স্ক্রাবেরও কাজ করবে। যাঁদের ত্বকে ব্রনর সমস্যা রয়েছে তাঁদের জন্য এই মিশ্রণ খুবই কার্যকরী। একইসঙ্গে ত্বকের কালচে দাগছোপ দূর হবে। এক চামচ মধুর মধ্যে সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে এই ফেসপ্যাক তৈরি করে নিন। ফেস মাস্ক হিসেবেও এই মিশ্রণ ব্যবহার করতে পারেন। স্নানের আগে ভাল ভাবে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ঈষৎউষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ফিরবে ত্বকের জেল্লা।
মধু এবং পাকা পেঁপে- মধুর সঙ্গে সামান্য পরিমাণে পাকা পেঁপের মিশ্রণ ন্যাচারাল এক্সফলিয়েটরের কাজ করবে। অর্থাৎ এই মিশ্রণ মুখে মাখলে আপনার মরা কোষ অনায়াসে ঝরে যাবে। সপ্তাহে একদিন এই প্যাক ব্যবহার করতে পারেন। 
 
  
 
 মধু ও অ্যালোভেরা জেল- ত্বকের পরিচর্যায় অ্যালোভেরা জেল খুবই উপকারী। সামান্য মধু আর অ্যালোভেরা জেল মিশিয়ে যে মিশ্রণ তৈরি হয় তা  ত্বকে পুষ্টি জোগায়। যার জন্য এক চামচ মধু এবং এক চামচ অ্যালোভেরা জেল ভালভাবে মিশিয়ে বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন ফেস স্ক্রাব।
