আজকাল ওয়েবডেস্ক: আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। ভালবাসা উদযাপনের দিন। আকাশে-বাতাসে প্রেমের সুগন্ধ। প্রেম দিবস মানেই মনের মানুষের সঙ্গে সময় কাটানো, উপহার বিনিময়। তবে কথায় বলে, প্রেমজীবনে কী ঘটতে পারে, তার আঁচ পাওয়া মোটেই সহজ নয়। তাহলে কাদের দুর্দান্ত কাটবে এবারের ভ্যালেন্টাইনস ডে? প্রেম দিবসে ভালবাসায় মুড়বে কাদের ভাগ্য? জেনে নেওয়া যাক।

মেষ- প্রেম দিবস বেশ সুখের কাটবে মেষ রাশির মানুষদের। অনেক দিন ধরে প্রিয় মানুষটিকে মনের কথা বলতে চাইলে আজই সেই সুযোগ পাবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁরা বিবাহের প্রস্তাব পেতে পারেন। বিবাহিত দম্পতিদের জন্য বিশেষ হতে চলেছে ভ্যালেন্টাইনস ডে। সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন।

মিথুন- ভালবাসা দিবসে মিথুন রাশির অধিকারীরা প্রকৃত প্রেম খুঁজে পেতে পারেন।  এমন কারও সাহচর্য উপভোগ করতে পারেন, যার আচরণ আপনাকে আকর্ষণ করবে। ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেষমেষ রোম্যান্টিক সম্পর্কে পরিণত হতে পারে। রোম্যান্সে ভরবে বিবাহিত দম্পতিদের জীবন। 

কন্যা- সিঙ্গলদের জীবনে ভালবাসার মানুষের আগমন হতে পারে। অপ্রত্যাশিতভাবে প্রেমের প্রস্তাব পেতে পারেন। তবে যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন। কারণ অপরদিকের মানুষটির অনুভূতি প্রকৃত কিনা তা যাচাই না করলে ভবিষ্যতে আঘাত পেতে পারেন। প্রবীণ দম্পতিরা আনন্দে দিন কাটাবেন। 

ধনু- আদর্শ সঙ্গীর খোঁজ পেতে পারেন। মনের মানুষকে গোপন কোনও কথা এই দিন বলতে পারেন। তবে খুব বেশি গভীর আলোচনায় জড়াবেন না। নিজের জীবনে আজই নতুন করে প্রেম খুঁজে পাওয়ার সময়। 

মীন- নিঃশর্তভাবে ভালবেসে থাকেন মীন রাশির মানুষেরা। সঙ্গীকে নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করুন। তাহলেই আজ প্রেমের ভাগ্য খুলে যাবে। বিবাহিত দম্পতিদের সম্পর্ক আরও মজবুত হবে। একসঙ্গে নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন।