শীতের ছুটি মানেই এক অদ্ভুত রোমাঞ্চ। বরফে মোড়া পাহাড়ে ঘোরাঘুরি, স্কিইং বা শহরের রাস্তা দেখা-সবই দারুণ আকর্ষণীয় লাগে। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে সেই আনন্দই মুহূর্তে অস্বস্তিতে বদলে যেতে পারে। শীতের ছুটি উপভোগ করতে হলে শুধু হোটেল বা বাজেটের চিন্তাই যথেষ্ট নয়। সঠিক পোশাক ও সুরক্ষা সামগ্রী সঙ্গে রাখলেই বরফের দেশে ঘোরাঘুরি আরামদায়ক ও নিরাপদ হয়। ঠান্ডা, তুষার আর হাড়কাপানো বাতাসের সঙ্গে লড়াই করতে হলে দরকার সঠিক সরঞ্জাম ও পোশাক। শীতের ভ্রমণে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রাখা খুবই জরুরি। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
১. থার্মাল বেস লেয়ারঃ ঠান্ডা থেকে বাঁচতে এবং শরীরকে গরম রাখতে থার্মাল কাপড় খুবই দরকার। এটি ঘাম শোষণ করে এবং শরীর শুকনো রাখে। স্কিইং বা ট্রেকিং করলে এই কাপড় আপনাকে স্বস্তি দেবে।
২. ইনসুলেটেড জ্যাকেট ও প্যান্টঃ বরফ বা ঠান্ডা বাতাস থেকে শরীরকে সুরক্ষিত রাখতে ইনসুলেটেড জ্যাকেট ও প্যান্ট পরুন। ওয়াটারপ্রুফ ও উইন্ডপ্রুফ হলে আরও ভাল। হুড ও হাতার প্রান্ত টাইট করা যায় এমন কাপড় নিলে ঠান্ডা কম লাগবে।
৩. স্নো বুটঃ বরফে হাঁটার সময় পা ভিজে বা পিছলে যেতে পারে। তাই ভাল গ্রিপযুক্ত, ইনসুলেটেড এবং জলরোধী স্নো বুট নিন। এতে পা গরম ও শুকনো থাকবে এবং নিরাপদে হাঁটাচলা করতে পারবেন।

৪. গ্লাভস, বিনি ও স্কার্ফঃ হাত, মাথা ও গলায় সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। তাই গ্লাভস, উষ্ণ টুপি (বিনি) এবং স্কার্ফ সঙ্গে রাখুন। এটি শুধু শরীরকে গরম রাখবে না, বরফের মধ্যে ঘোরাঘুরিকেও আরামদায়ক করবে।
৫. সানস্ক্রিন ও সানগ্লাসঃ বরফের ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখ ও ত্বকে সমস্যা করতে পারে। ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন এবং পোলারাইজড সানগ্লাস ব্যবহার করুন। এতে ঝলকানি কমবে এবং চোখ আর ত্বক দুটোই সুরক্ষিত থাকবে।
