আজকাল ওয়েবডেস্ক: সাধারণ ভাবে ভারতে মদ্যপানের কথা উঠলেই মাথায় আসে পুরুষদের কথা। তবে জানেন কি কিছু কিছু রাজ্যে মহিলারাও মদ্যপানে বেশ আগ্রহী? সংখ্যা তুলনামূলক ভাবে অনেক কম হলেও বেশ কিছু রাজ্যে বহু মহিলাই মদ্যপান করেন। এমনিই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের সমীক্ষা ‘এনএইচএফএস-৫’ বা ‘ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে’-তে। এই সমীক্ষার তথ্য অনুযায়ী, ভারতের যে রাজ্যগুলিতে মহিলাদের মধ্যে মদ্যপানের প্রবণতা সবচেয়ে বেশি সেগুলি নিম্নরূপ।
১. অরুণাচল প্রদেশ: এই রাজ্যে মহিলাদের মধ্যে মদ্যপানের হার উল্লেখযোগ্যভাবে বেশি। প্রায় ২৪.২ শতাংশ নারী এখানে মদ্যপান করেন। মূলত ভাত থেকে তৈরি স্থানীয় পানীয় পান করেন তাঁরা।
২. সিকিম: সিকিমেও বড় সংখ্যক মহিলা মদ্যপান করেন। এখানে প্রতি ১০০ জন মহিলার মধ্যে ১৬ জন মদিরা পান করেন। এখানকার মূল পানীয় ছাং।
৩. আসাম: উত্তর পূর্বের এই রাজ্যেও মহিলাদের মধ্যে মদ্যপানের প্রচলন রয়েছে। শতকরা ৭.৩ ভাগ নারী এখানে মদ্যপান করেন।
৪. তেলঙ্গানা: তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তেলঙ্গানা। দক্ষিণের এই রাজ্যে গ্রামীণ অঞ্চলে মহিলাদের মধ্যে মদ্যপান তুলনামূলকভাবে বেশি দেখা যায়। মদ্যপানের শতকরা হার ৬.৭ শতাংশ।
৫. ঝাড়খণ্ড: পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যের কিছু অংশেও মহিলাদের মধ্যে মদ্যপানের অভ্যাস রয়েছে। মূলত মূলনিবাসী মানুষদের মধ্যে এই চল বেশি। ঝাড়খণ্ডে প্রায় ৬.১ শতাংশ নারী মদ্যপান করেন।
সমীক্ষার তথ্য বলছে এই দিক থেকে পিছনের সারিতে পশ্চিমবঙ্গ। বাংলায় মাত্র ০.৪ শতাংশ নারী মদ্যপান করেন।
