আজকাল ওয়েবডেস্ক: টুথপেস্ট যে দাঁত মাজতে ব্যবহার করা হয় তা সকলেরই জানা। বাজার চলতি বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের টুথপেস্ট দাঁতের যত্নে ব্যবহার করেন নিশ্চয়ই? কিন্তু জানেন ঘর-গৃহস্থলির আরও নানা কাজে টুথপেস্ট সাহায্য করে। টুথপেস্টের সেই সব ব্যতিক্রমী হরেক ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক।
* চামড়ার জুতা পরিষ্কার: চামড়ার জুতায় দাগ পড়লে সামান্য টুথপেস্ট লাগিয়ে নিন। তারপর পুরনো কাপড় দিয়ে ঘষে তুললেই দাগ চলে যাবে।
* রুপোর গহনার যত্ন: টুথপেস্টের সঙ্গে বাসন মাজার সাবান ও জল মিশিয়ে রুপোর গয়না পরিষ্কার করলে দারুণ ফল পাবেন।
* আয়না পরিষ্কার: টুথপেস্টের সঙ্গে বাসন মাজার লিকুইড সাবান মিশিয়ে মুছলে চকচক করবে আয়না।
* গ্যাস ও রান্নাঘর পরিষ্কার: বেকিং সোডা, ভিনিগারের সঙ্গে টুথপেস্ট মিশিয়ে গ্যাসের বার্নার খুব ভালভাবে পরিষ্কার করা যায়৷ একইসঙ্গে রান্নাঘরের তাক কিংবা ফ্রিজের কোণায় জমে থাকা ময়লাও নিমেষে সাফ হয়ে যায়৷
* দেয়াল থেকে রঙ পেন্সিলের দাগ তুলতে: শিশুদের দেওয়ালে আঁকাআঁকি নিত্য দিনের ঘটনা। দেওয়ালের সেই সব দাগের উপর সাদা টুথপেস্ট লাগিয়ে স্ক্রাবার দিয়ে ঘষে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেললেই দাগ চলে যাবে।
* কাপড় থেকে দাগ দূর করতে: কাপড়ে কালির দাগ খুব সহযে টুথপেস্টের মাধ্যমে তুলে ফেলা যায়। দাগের উপরে সাদা টুথপেস্ট লাগিয়ে জোরে ঘষুন। বার কয়েক করলে উঠে যাবে কালির দাগ। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। একইভাবে লিপস্টিকের দাগও তুলে ফেলতে পারেন।
* আসবাব পরিষ্কার করতে: অনেক সময় গরম চা কিংবা কফির কাপ কাঠের আসবাবের উপর রাখলে দাগ পড়ে যায়। সেই দাগ দূর করতে পারে টুথপেস্ট। দাগের উপর খানিকটা টুথপেস্ট লাগিয়ে নরম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।
* সিঙ্ক পরিষ্কার: টুথপেস্ট ও অ্যালকোহল মিশিয়ে বেসিনের সিঙ্ক পরিষ্কার করতে পারেন। এতে বেসিন ঝকঝকে হওয়ার পাশাপাশি দুর্গন্ধও দূর হবে।
