আজকাল ওয়েবডেস্কঃ আধুনিক কর্মব্যস্ততার যুগে রূপচর্চার সময় পান না অনেকেই। কিন্তু ত্বকের যত্নে অবহেলা করলে তো চলবে না। বিশেষ করে গরমকালে ট্যানের সমস্যায় গাফিলতি করলেই তা সময়ের সঙ্গে আরও বাড়তে থাকে। রোদের তাপে ত্বক পুড়ে দেখা দেয় কালো ছোপ সহ একাধিক সমস্যা। আর এই যাবতীয় সমস্যার সমাধানে নামী নামি প্রসাধনী নয়, ভরসা রাখতে পারেন টমেটোর উপর। এই চেনা সবজির একাধিক প্যাকেই দূর করতে পারেন ট্যান। শুনতে অবিশ্বাস্য লাগলেও সপ্তাহে এক দিন টমেটোর প্যাক ব্যবহার করলে হাতেনাতে পাবেন ফল।
*টমেটো দু'টুকরো করে নিন। একটি টুকরো দইয়ে ডুবিয়ে মুখে ৩ থেকে ৫ মিনিট ম্যাসাজ করুন। হাত-পা সহ যে সব জায়গায় ট্যান পড়েছে সেখানেও ম্যাসাজ করতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতেই রোদে পোড়া কালচে দাগ দূর হবে এবং ত্বকের জেল্লা ফিরবে।
*একটি বাটিতে টমেটোর পেস্ট এবং মধু ভাল করে মিশিয়ে নিন। মুখে মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন। এক্ষেত্রে টমেটো উজ্জ্বলতা বাড়াবে, সঙ্গে ত্বকের শুষ্কতা দূর করবে মধু।
*টমেটোর রসের সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো ভাল করে মিশিয়ে মুখে মাখতে পারেন। মিনিট দশেক রেখে মুখ ধোয়ার আগে হালকা হাতে ম্যাসাজ করুন। এই প্যাকটি মৃত কোষ সরিয়ে ত্বকের জৌলুস বাড়াতে সাহায্য করে।
*টমেটো ও লেবুর রস ত্বক থেকে ট্যান দূর করতে দারুণ কার্যকরী। রোদে পোড়া জায়গায় এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে টমেটোর পেস্ট মিশিয়ে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধু্য়ে নিলেই পার্থক্য বুঝতে পারবেন।
