আজকাল ওয়েব ডেস্কঃ সংসারের আর্থিক স্বচ্ছলতাকে বজায় রাখতে সবাই দিনরাত পরিশ্রম করেন। প্রচুর অর্থ,সুখ-সমৃদ্ধি, শান্তি সকলের কাম্য। কিন্তু আপনার চারপাশে যদি সবসময় নেগেটিভ শক্তি বিরাজ করে তবে শত চেষ্টার পরও আপনি সব কাজে বাধাপ্রাপ্ত হবেন।সফলতা দুয়ারে এসে আটকে গেলে মানসিক শান্তি বিঘ্নিত হয়।বাস্তু শাস্ত্রে সুখ-শান্তি ও সমৃদ্ধি লাভের একাধিক পদ্ধতি রয়েছে। তার মধ্যে কিছু টোটকা বা উপায় ধন লাভে বিশেষ সহায়ক।
বাস্তু শাস্ত্রে অর্থাভাব দূর করতে ও আর্থিক পরিস্থিতি মজবুত করার বিশেষ কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে। এই টোটকা গুলো সঠিকভাবে পালন করলে সেই ব্যক্তি সহজেই ধন লাভ করতে পারে। ধন লাভের বিশেষ কিছু প্রভাবশালী উপায় সম্পর্কে জেনে নিন।
বাস্তু শাস্ত্র মতে নারী পুরুষ উভয়েই প্রতি শুক্রবার একটি লাল কাপড়ে একটি এক টাকার কয়েন, দুটো কর্পূরের টুকরো,ছয় - সাতটি এলাচ এবং দুটো লবঙ্গ নিয়ে নিন। সব উপকরণ গুলো দিয়ে কাপড়ের টুকরোটিকে ভালো করে একটি পুঁটলি করে নিন।
আপনার কর্মস্থল, ব্যবসার জায়গায় পুঁটলিটা রেখে দিন। মেয়েরা নিজেদের টাকার ব্যাগে এই পুঁটলি রেখে দিতে পারেন।
আবার কিছুটা দারচিনি নিয়ে গুঁড়ো করে একটা সাদা কাগজে মুড়ে নিজের মানিব্যাগে রেখে দিন, এই কাজটি যে কোনও দিন করা যায়, তবে বৃহস্পতিবার বা শুক্রবারে করলে বেশি ভাল ফল পাবেন। এই কাজটি করার কিছু দিনের মধ্যে আর্থিক দিকে পরিবর্তন লক্ষ্য করা যাবে।
এই পদ্ধতি ব্যবহার করতে পারলে অর্থাভাব কাটিয়ে উঠে আপনার আর্থিক স্বচ্ছলতার বিকাশ হবে।আর্থিক শ্রীবৃদ্ধি প্রতিটি মানুষের জীবনে জরুরি ৷ আর্থিক উন্নতির জন্য অনেক মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজকার করেন।তবে সকলের জন্য অর্থ লাভ খুব সহজ হয় না।এই টোটকা আপনাকে দেবে অর্থাভাব থেকে চিরতরে মুক্তি।পকেটে পর্যাপ্ত টাকা থাকলে অনেক বাধাকে খুব সহজেই অতিক্রম করা যায়।
