আজকাল ওয়েবডেস্ক: অফিসের তাড়াহুড়োতে ত্বকের যত্ন নেওয়ার সময় নেই? রাস্তার ধুলোবালি এবং দূষণে কালচে হয়ে যাচ্ছে ত্বক? কোনও চিন্তা নেই। রয়েছে এমন এক ফেস প্যাক, যা তৈরি করতে সময় লাগে এক মিনিট, যাবতীয় উপকরণ পাওয়া যায় রান্নাঘরেই। তাই অফিস থেকে ফিরে ঘরের কাজ শুরু করার ফাঁকে চট করে তৈরি করে নিতে পারবেন সেই ফেস প্যাক। দেখে নিন কীভাবে তৈরি করবেন?
এক টেবিল চামচ চালের গুঁড়ো, এক টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ মধু, ব্যাস এই তিনটি উপকরণই যথেষ্ট। একটি পাত্রে তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ফেস প্যাকের মতো করে ভাল করে লাগিয়ে নিন মুখে। মিনিট পনেরো রেখে। পরিষ্কার জলে ভাল করে ধুয়ে নিন মুখ।
সপ্তাহে চার থেকে পাঁচ দিন নিয়ম করে এই মিশ্রণ মুখে মাখলে দূর হবে মুখের কালচে দাগছোপ, হিরের মতো ঝলমল করবে মুখ। অপচয় হবে না সময়েরও। কাজেই কর্মরত ব্যক্তিদের জন্য বিশেষ উপযোগী হতে পারে এই ঘরোয়া কৌশল।
