আজকাল ওয়েব ডেস্ক: যে কোনও বয়সেই চুলের বড় সমস্যা খুসকি। বিশেষ করে শীতকালে মাথার ত্বক রুক্ষ্ম ও শুষ্ক হয়ে যাওয়ায় খুসকির প্রকোপ বাড়ে। আবার অনেকে প্রায় সারা বছরই খুশকির সমস্যায় ভোগেন। যা চুল পড়া থেকে শুরু করে সার্বিকভাবে চুলের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। নামীদামী প্রোডাক্ট ব্যবহার করেও মেলে না সমস্যার সমাধান। সেক্ষেত্রে একটি ঘরোয়া উপায়েই গোড়া থেকে নির্মূল হবে খুসকি। চুলের এই সমস্যা থেকে চিরতরে পাবেন মুক্তি। কীভাবে? রইল হদিশ।

এক মুঠো নিমপাতা ভাল করে ধুয়ে একটি পাত্রে রাখুন। এবার এক চামচ হলুদ, কয়েক টুকরো অ্যালোভেরা জেল নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভাল করে ফোটান। বেশ খানিকক্ষণ ফুটে গেলে মিশ্রণটি ঠান্ডা করে নিতে হবে। এরপর ছেঁকে নিয়ে তাতে বাজার চলতি যে কোনও শ্যাম্পু মিশিয়ে নিন। ঘরোয়া এই শ্যাম্পু দিয়ে একবার চুল পরিষ্কার করলেই উপকার পাবেন।

আসলে এই ঘরোয়া শ্যাম্পুতে চুল ভাল রাখার সব রকম উপাদান রয়েছে। যেমন অ্যান্টি মাইক্রোবায়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানে ভরপুর নিম। যা খুসকি কমাতে সাহায্য করে। নিমের অ্যান্টি ফাঙ্গাল উপাদান স্ক্যাল্প ভাল রাখে। খুশকি গোড়া থেকে নির্মূল করে।স্ক্যাল্প অর্থাৎ মাথার তালুতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করতে পারে অ্যালোভেরা জেল। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড মাথার তালুর র‍্যাশ, চুলকানি, জ্বালাভাব ইত্যাদি দূর করতে কাজে লাগে। এছাড়াও খুসকিও দূর করতেও সাহায্য করে হলুদ।