আজকাল ওয়েব ডেস্কঃ চোখের সৌন্দর্য বৃদ্ধিতে আসল কাজ হল কাজল পড়া।চোখের কাজল মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন অনেকেই।এই কারণে অনেক নারীই প্রতিদিন চোখে কাজল দিয়ে নিজের চোখকে আরও সুন্দর করে সাজাতে চান।যারা কাজল, আইলাইনার ও মাস্কারা না পরে বাড়ির বাইরে পা রাখেন না। রোজকারের জীবনে সেই অর্থে মেকআপ না করলেও চোখে কাজল টেনে নিতে ভোলেন না অনেকেই।কারণ এই সামান্য সাজগোছই আপনাকে অনন্য করে তোলে।
কিন্তু চোখে রোজ কাজল দিলে কি কোনো ক্ষতি হয়?
প্রতিদিন কাজল প্রয়োগের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অবশ্যই থাকে।কাজল চোখের সংস্পর্শে এলে এর মাধ্যমে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুও চোখে প্রবেশ করতে পারে।বিশেষ করে যদি কাজলটি পুরনো হয় বা অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করা হয় অথবা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হয়।তখন চোখের সংক্রমণ হতে পারে, যা অনেকেরই অজানা।ফলে লালভাব, চুলকানি, জ্বালাপোড়ার মতো সমস্যা হতে পারে।
তাই বাজার চলতি রাসায়নিক কাজল ব্যবহার করে চোখের ক্ষতি কেন করবেন?বাড়িতেই বানিয়ে নিতে পারেন ওয়াটারপ্রুফ কাজল।যা সম্পূর্ণভাবে চোখের স্বাস্থ্য রক্ষা করবে।
পাথরের মত শক্ত কোন জায়গায় ১০-১২টি আমন্ড বাদাম রেখে উপরে এক চামচ ঘি ছড়িয়ে দিন। আমন্ডগুলোকে ঘি দিয়ে মাখিয়ে ভাল করে পুড়িয়ে নিন।পুড়ে যাওয়া বাদামগুলোকে থেঁতো করে পিষে গুঁড়ো করে তার পাউডার তৈরি করে নিন।একটি ছোট কাচের শিশিতে রাখুন।এক বা দু'চামচ ক্যাস্টর অয়েল দিয়ে মিশিয়ে নিন। আপনার আয়ুর্বেদিক কাজল তৈরি।দিনের যেকোনও সময় এই কাজল পড়ে থাকা যাবে। চোখের স্বাস্থ্যের কোন রকম ক্ষতি না করেই এই কাজল চোখের সৌন্দর্য বৃদ্ধিতে করে।
চোখই হল একজন মানুষের সৌন্দর্যের পরিচয়। তাই চোখের সৌন্দর্যকে রাসায়নিক যুক্ত কাজল দিয়ে নয়, অর্গ্যানিক কাজল ব্যবহার করুন।কাজল হল প্রাচীনতম প্রসাধনী পণ্যগুলির মধ্যে একটি।সৌন্দর্যকে তুলে ধরতে এবং চোখকে সুন্দর করে তুলতে কাজলের ভূমিকা অনবদ্য।
