আজকাল ওয়েবডেস্ক: সমুদ্র সৈকতে ঘুরতে গেলে সাহসী পোশাক পরতে পছন্দ করেন অনেকেই। কিন্তু তাই বলে পুরোপুরি নগ্ন হয়ে ঘোরাঘুরি করা? তাও আবার হাজার হাজার লোকের সামনে? শুনতে অদ্ভুত লাগলেও বিশেষ এক বিলাসবহুল জাহাজে এমনই ব্যবস্থা রয়েছে ভ্রমণপিপাসুদের জন্য। জাহাজটির নাম ‘নরওয়েজিয়ান পার্ল’। অনেকে একে ‘নগ্নতার ক্রুজ’ বলেও অভিহিত করেন।
বিচিত্র এই সমুদ্র যাত্রার নেপথ্যে রয়েছে ‘বেয়ার নেসেসিটি’ নামক একটি ভ্রমণ সংস্থা। এই সংস্থার তরফ থেকেই চালু করা হয়েছে এমন একটি বিলাসবহুল জাহাজ যেখানে সম্পূর্ণ উলঙ্গ দেহে ঘুরতে পারবেন যাত্রীরা। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আমেরিকার মিয়ামি বন্দর থেকে ছেড়েছে এই জাহাজ। এই জাহাজে করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ঘুরে দেখার সুযোগ পান যাত্রীরা। তবে জাহাজে টিকিট পেতে গেলে অবশ্যই ২১ বছরের বেশি বয়স হতে হবে যাত্রীর।
এই বছর মোট ২৩০০ যাত্রীকে নিয়ে বাহামা, পুয়ের্তো রিকো, সেন্ট মার্টিন, ডোমিনিকা, সেন্ট লুসিয়ার মতো একাধিক দ্বীপে ভ্রমণ করেছে জাহাজটি। কিন্তু হঠাৎ নগ্ন হওয়ার বিধান কেন? ভ্রমণ সংস্থার কর্তাদের মতে, নগ্নতা আসলে সামাজিক দেওয়াল ভাঙতে সহায়তা করে, মুক্তির আভাস দেয়। যদিও বিষয়টির সঙ্গে যৌনতার কোনও রকম সম্পর্ক নেই বলেই দাবি তাঁদের। এমনকী জাহাজে যদি কেউ যৌন কার্যকলাপে লিপ্ত হন তবে পরের বন্দরেই তাঁকে জাহাজ থেকে নামিয়ে দেওয়ার মতো কড়া নিয়ম রয়েছে বলেও জানান ভ্রমণ সংস্থার কর্তারা।
