আজকাল ওয়েবডেস্কঃ লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা খাবার হজম থেকে শুরু করে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণের মতো জরুরি কাজ করে। আজকাল অল্প বয়সেই শরীরে থাবা বসাচ্ছে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মতো অসুখ। চিকিৎসকেদের মতে, প্রত্যেক লিভারেই একটি নির্দিষ্ট পরিমাণ চর্বি থাকে। সেই চর্বি মাত্রাতিরিক্ত জমে গেলে, তখন তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ফ্যাটি লিভারের অসুখ বিভিন্ন কারণে হতে পারে। আর এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধি। তাই প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত করা জরুরি। লিভারের সমস্যার কয়েকটি লক্ষণ শরীরের কিছু নির্দিষ্ট অংশ, বিশেষ করে হাতে আগে থেকেই প্রকাশ পায়। হাতে যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন:

১. হাতের তালু লাল হয়ে যাওয়াঃ লিভারের সমস্যায় রক্ত চলাচলের পরিবর্তনের ফলে হাতের তালুতে লালচে ভাব দেখা দিতে পারে।

২. হাতের নখে সাদা দাগ বা পরিবর্তনঃ নখে হালকা বা সাদা দাগ দেখা দিলে তা লিভারজনিত পুষ্টিহীনতা বা প্রোটিন ঘাটতির ইঙ্গিত হতে পারে।

৩. হাতের চামড়ার রুক্ষতা ও খসখসে ভাবঃ লিভার ঠিকভাবে টক্সিন ফিল্টার না করতে পারলে ত্বকে এর প্রভাব পড়ে। ফলে হাতের চামড়া রুক্ষ ও খসখসে হয়ে যায়।

৪. হাতের চুলকানি বা দাগ হওয়াঃ লিভারের কার্যক্ষমতা কমে গেলে শরীরে পিত্ত জমে গিয়ে ত্বকে চুলকানি হতে পারে।

৫. হাতের দুর্বলতা ও পেশির শক্তি কমে যাওয়াঃ লিভারের রোগে প্রোটিন উৎপাদন ব্যাহত হলে পেশি দুর্বল হয়ে যেতে পারে, যা হাতে স্পষ্ট হয়।