আজকাল ওয়েবডেস্কঃ শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। টক্সিন বার করে দেওয়া থেকে হজম ক্ষমতা, মেটাবলিসম ঠিক রাখা সহ শরীরের আরও অনেক কাজে লিভার গুরুত্বপূর্ণ পালন করে। লিভারের কোনও সমস্যা দেখা দিলে অনেক সময়ে প্রাথমিক পর্যায়ে তা বোঝা যায় না। নখে ফুটে উঠতে পারে লিভারের সমস্যার প্রাথমিক উপসর্গ। নখের পাঁচটি লক্ষণ দেখলে সতর্ক হওয়া জরুরি। 

১. হলুদ নখঃ নখ হলুদ হয়ে যাওয়া লিভারের স্বাস্থ্য বিগড়ে যাওয়ার লক্ষণ। যখন লিভার ঠিকমতো বিলিরুবিন প্রক্রিয়া করতে পারে না, তখন নখ ও ত্বকে এর লক্ষণ দেখা যায়। এটি হেপাটাইটিস অথবা লিভার সিরোসিসের মতো গুরুতর রোগের উপসর্গ হতে পারে। 

২. নখে সাদা দাগঃ অনেকের নখের উপর ছোট ছোট সাদা দাগ দেখা যায়। একে লিউকোনিচিয়া বলা হয়। এটি লিভারের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। শরীরে প্রোটিনের অভাব বা লিভারের দুর্বল কার্যকারিতার কারণে এমন লক্ষণ ফুটে ওঠে। যদি এই দাগগুলি বারবার দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

৩. নখ ঘষা লাগাঃ নখ উঁচু হয়ে গেলে এবং আঙুলের ডগা গোলাকার হয়ে গেলে দুই আঙুলের নখের মধ্যে ঘষা লাগতে পারে। এটি অক্সিজেনের অভাব বা লিভার সিরোসিসের মতো রোগের কারণে হতে পারে। লিভারের সমস্যায় রক্ত ​​প্রবাহ ব্যাহত হলে এই লক্ষণটি দেখা দেয়।

৪. টেরি নখঃ নখের বেশিরভাগ অংশ সাদা এবং শুধু উপরের অংশটি গোলাপি হলে টেরি নখ হয়। এটি সিরোসিস বা হেপাটাইটিসের মতো দীর্ঘস্থায়ী লিভার রোগের লক্ষণ হতে পারে। এই অবস্থা লিভারের কার্যকারিতা কমে যাওয়ার ইঙ্গিত দেয়।

৫. দুর্বল নখঃ লিভারের রোগের কারণে শরীরে অনেক পুষ্টির শোষণ ব্যাহত হয়। ফলে নখ দুর্বল হয়ে যেতে পারে বা সহজেই ভেঙে যেতে পারে। যদি নখ ঘন ঘন ভেঙে যায় বা এর পৃষ্ঠ অসম হয়, তাহলে এটি লিভারের সমস্যার লক্ষণ হতে পারে।