আজকাল ওয়েবডেস্ক: ক্যালেন্ডার বলছে আজ ২০ অগাস্ট। কিন্তু ক্যালেন্ডার একথা বলছে না যে আজ বুধবার সিদ্ধিদাতা গণেশের দিন। তার উপর আজ প্রভাব থাকবে সিদ্ধি যোগের। কিন্তু এমন শুভ দিনে কিছু কিছু কাজ যেমন সহজ হয়ে যেতে পারে, তেমনই কিছু কাজ হয়ে যেতে পারে কঠিন। কারণ সিদ্ধি যোগের পাশাপাশি আজ রয়েছে ভয়ঙ্কর ব্যাতিপত যোগ। তাই চলতে হবে ভারসাম্য রেখে। একটু এদিক ওদিক হলেই, সৌভাগ্য বদলে যেতে পারে দুর্ভাগ্যে। অন্যদিকে মনের কারক চন্দ্র আজ মিথুন ছেড়ে কর্কট রাশিতে গোচর করবেন। আর সূর্যদেব থাকবেন সিংহ রাশিতে। এই অবস্থায় আজ কিছু কিছু বিষয় নজরে রাখলে গণপতির কৃপাদৃষ্টি পড়তে পারে আপনার উপর।

 

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ কিছু ভাল সুযোগ নিয়ে আসবে। দীর্ঘদিন আটকে থাকা টাকা আজ পাওয়া যেতে পারে। চাকরিজীবীদের আজ বোনাস পাওয়ার দিন। মানুষের সেবায় নিয়োজিত ব্যক্তিরা, অর্থাৎ হাসপাতাল বা নার্সিংহোমের কর্মীরা রোগীর অতিরিক্ত যত্ন করলে পুরস্কার পাবেন। 

সতর্কতা: তবে মাথায় রাখবেন খেলাটা কিন্তু ভারসাম্যের। আজ খরচের দিক থেকে মুঠো বন্ধ রাখতে হবে। বিলাসবহুল জিনিস কেনার দিন আজ নয়।

 

সিংহ রাশি

আজ এই রাশির জাতকদের নেতৃত্বদানের ক্ষমতা প্রশংসিত হবে। দীর্ঘদিন ধরে যাঁরা প্রোমোশনের আশায় ছিলেন তাঁদের আজ প্রমোশন মিলতে পারে। প্রেমে পড়ার প্রবল সম্ভাবনা।

সতর্কতা: সিংহরাশির মানুষদের একটা চিরাচরিত দুর্বলতার জায়গা হল অহংকার। আজও সেই ধারা বজায় থাকবে। অহংকার করলে দিনের শুরুতে পাওয়া যাবতীয় প্রশংসা লুপ্ত হতে পারে। বিশেষ করে সহকর্মী বা পরিবারের অন্য মানুষদের সঙ্গে কথা বলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি। নয়তো বন্ধুত্ব কিংবা ভ্রাতৃত্ববোধে সংকট আসতে পারে।

 

তুলা রাশি

পারিবারিক দিক থেকে শান্তি বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ। দাম্পত্যে হারানো মধু ফিরে আসতে পারে।

সতর্কতা: শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ফুসফুস কিংবা গলার সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বাজারে টাকা খোয়ানোর আশঙ্কাও রয়েছে। চেষ্টা করুন নগদে কেনাকাটা করার, বাজার শেষে ভাল করে হিসেব বুঝে নিন।

 

ধনু রাশি

বিদেশ যাত্রা কিংবা উচ্চশিক্ষায় স্থান পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ধনু রাশির জন্য আজ হরিদ্রাভ তথা হলুদ রং সৌভাগ্যের প্রতীক। এই রঙের পোশাক পরে বা হলুদ রঙের বাড়িতে বসে কোনও সিদ্ধান্ত নিলে ভাল ফল পাওয়া যাবে।

সতর্কতা: আজ সারাদিন মন চঞ্চল থাকবে। কিন্তু হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তো নৈব নৈব চ।

 

কুম্ভ রাশি

প্রণয়ের দিক থেকে আজকের দিনটি কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের সাড়া মিলতে পারে। ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে। যাঁরা দীর্ঘদিন সন্তানধারণ করার চেষ্টা করেও সফল হচ্ছেন না তাঁদের জীবনে আজ সুখবর আসতে পারে।

সতর্কতা: সম্পর্কের ক্ষেত্রে আজ কোনও তৃতীয় ব্যক্তির কথায় কান দেবেন না। ভুল বোঝাবুঝি এড়াতে প্রয়োজনে বিস্তারিত আলোচনা করুন। চাইলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, কিন্তু দূর সম্পর্কের আত্মীয়ের কথায় কান দেবেন না।