আজকাল ওয়েবডেস্ক: চুলের যত্নে যেসব তেল সবচেয়ে বেশি উপকারী তার মধ্যে একটি হল সরষের তেল। এটি নিয়মিত ব্যবহারে চুলের অনেক সমস্যাই দ্রুত দূর হয়ে যায়। যদিও বর্তমানে অনেকেই চুলের যত্নে এই তেলের ব্যবহার করেন না। তবে বাজার চলতি বিভিন্ন তেলের থেকে সরষের তেল অনেক বেশি উপকারী বলে মত বিশেষজ্ঞদের। আর সরষের তেলের সঙ্গে আরও কিছু ভেষজ উপাদান মিশিয়ে নিলেই রাতারাতি ফিরবে আপনার চুলের স্বাস্থ্য। জেনে নিন সেই ম্যাজিক তেল হদিশ- 

প্যানে দু'কাপ সরষের তেল অল্প আঁচে বসিয়ে রাখুন। গরম হতে শুরু করলে একটি বড় সাইজের গোটা পেঁয়াজকে ছোট টুকরো করে কেটে দিন। সঙ্গে দিতে হবে এক চামচ মেথি দানা ও কালোজিরে। সবকিছু একসঙ্গে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। তেলের রং কালো হয়ে গেলে নামিয়ে ছেঁকে রেখে দিন। তেলটি একটি বোতলে ভরে প্রায় এক মাস ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিনদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত ভাল করে এই তেল লাগিয়ে রাখুন। সকালে শ্যাম্পু করে নিলেই লম্বা ও ঘন হবে চুল। 

সালফার হল এমন এক উপাদান যা কোলাজেন তৈরিতে বিশেষভাবে সাহায্য করে। চুলের ফলিকলে পুষ্টি জুগিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে এই উপাদান। পেঁয়াজে ভরপুর রয়েছে এই সালফার৷ মেথির বীজে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে। চুল পড়া, খুশকি থেকে শুরু করে চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ মেথি বীজ। এছাড়া কালোজিরেতে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য থাকে। যা চুলের জন্য অত্যন্ত উপকারী।