আজকাল ওয়েবডেস্কঃ জামাকাপড়ে প্রায়ই হলুদের দাগ লেগে যায়। বিশেষ করে বাচ্চাদের জামায় কড়া দাগ উঠতে চায় না৷ বাজারে নানা ধরনের ডিটারজেন্ট থাকলেও অনেক সময়ে সেইসব ব্যবহার করেও তেমন লাভ হয় না। উপরন্তু দামও বেশি৷ সেক্ষেত্রে ঘরোয়া টোটকাতে ভরসা রাখলেই সহজে জামাকাপড় থেকে দাগ তুলতে পারবেন।
* টুথপেস্টের মাধ্যমে পোশাকের দাগ দূর করতে পারেন। টুথপেস্ট সাধারণত সুতির কাপড়ে বেশি ভাল কাজ করে। যার জন্য পোশাকটি জলে ভিজিয়ে দাগযুক্ত জায়গায় সাদা টুথপেস্ট লাগিয়ে রাখুন৷ পুরনো টুথব্রাশ দিয়ে ৩০ সেকেন্ড ঘষে ধুয়ে ফেলুন। সবচেয়ে ভাল ফল পেতে সাদা পোশাকের জন্য সাদা টুথপেস্ট ব্যবহার করুন।
* কড়া দাগ ওঠানোর জন্যেও অ্যাসপিরিন অত্যন্ত কার্যকরী৷ একটি জায়গায় ৩-৪ টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে পেস্ট বানান। তাতে মেশান গরম জল। তারপর পেস্টটি জামার দাগের উপর ঘষে ২ ঘণ্টা রেখে দিন। শেষে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
* দাগ লাগা অংশে খানিকক্ষণ পাতিলেবুর রস মাখিয়ে রাখুন। এরপর তাতে নুন দিয়ে ডিটারজেন্টে ধুয়ে নিন। এতে সহজেই দাগ উঠে যাবে।
* ভিনিগারও জামাকাপড় থেকে দাগ তুলতে পারে। আধ কাপ জলে কিছুটা ভিনিগার যোগ করুন। এবার সেই মিশ্রণ দাগের জায়গায় লাগিয়ে রাখুন। এরপর সাধারণ ডিটারজেন্টে পোষাক ধুয়ে নিন।
* তিন টেবিল চামচ বেকিং সোডা জলের সঙ্গে মিশিয়ে নিন। সেই ঘন মিশ্রণ লাগিয়ে রাখুন পোশাকের দাগ লাগা জায়গায়। ঘণ্টাখানেক রাখার পর পোশাকটি ভাল করে কেচে নিন।
