আজকাল ওয়েব ডেস্ক: কখনও রান্নাঘর, কখনও বা শৌচাগার কিংবা ঠাকুরঘরের জিনিসপত্রের পাশ দিয়ে সুযোগ পেলেই উঁকি মারে আরশোলা। তাণ্ডব চালায় বাড়ির আনাচে কানাচে। আর বর্ষায় যেন ওরা বেশি সক্রিয় হয়ে ওঠে। ফিনাইল, কেরোসিন দিয়ে যতই ঘরদোর পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন না কেন, আরশোলার উপদ্রব থেকে মুক্তি পেতে হিমশিম খান গৃহস্থরা। আবার কীটনাশক দিয়ে আরশোলা তাড়ানো ঝক্কি বটে! তাহলে ঠিক কোন কোন ঘরোয়া উপায়ে আরশোলার উপদ্রব থেকে মুক্তি পাবেন? রইল হদিশ। 

বোরিক পাউডার- ঘরের চারপাশে মিষ্টি কিংবা কফিগুঁড়োর সঙ্গে বোরিক পাউডার মিশিয়ে ছড়িয়ে দিন। আরশোলা তাড়াতে এই উপায় বেশ কার্যকর। এছাড়া বোরিক পাউডারের সঙ্গে আটা বা ময়দার গুঁড়ো মিশিয়েও একই পদ্ধতিতে আরশোলা দূর করতে পারেন।

নিম তেল-বাড়ি থেকে আরশোলা দূর করতে ব্যবহার করতে পারেন নিম তেল। একটি স্প্রে বোতলে জল ভরে তাতে বেশ খানিকটা নিম তেল মিশিয়ে নিন। এবার ঘরের রাতে স্প্রে করে রেখে দিন। সকালে দেখবেন ঘরের আনাচ-কানাচে আরশোলাগুলি মরে পড়ে রয়েছে।

বেকিং সোডা- বেকিং সোডার সঙ্গে মেশান মধু বা চিনি। মিষ্টির সঙ্গে মিশিয়েও তা ছড়িয়ে দিতে পারেন ঘরে। মিষ্টির গন্ধে আরশোলা সেই খাবারে আকৃষ্ট হবে ও বেকিং সোডার কারণে মারাও পড়বে।

তেজপাতা-আরশোলা তাড়াতে তেজপাতা কিন্তু দারুণ দাওয়াই। সপ্তাহে কয়েক দিন তেজপাতার গুঁড়ো ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারেন। এই গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। ফলে এতেও উপকার পাবেন।

ঘরদোর পরিচ্ছন্ন রাখুন- নোংরা জায়গা আরশোলার আঁতুরঘর। তাই বাড়ির কোথাও কোনও নোংরা জমিয়ে রাখবেন না। ময়লা রাখার বালতি যেন আলগা না থাকে। রান্না করার পর হেঁশেল পরিষ্কার করে নেওয়া জরুরি। সবজির খোসা, মাছের আঁশ, মাংসের রক্ত যেন রান্নাঘরে পড়ে না থাকে। রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে আরশোলা ঝঞ্ঝাট অনেকটাই মিটবে।