আজকাল ওয়েবডেস্ক: একাকিত্ব এমনই জিনিস যা কখনও কখনও মানুষের মানসিক স্বাস্থ্য তো বটেই, প্রভাবিত করে যৌন স্বাস্থ্যকেও। আর এখন চিকিৎসকেরা সার্বিক স্বাস্থ্যের জন্য যৌন স্বাস্থ্য ভাল রাখার জন্যেও পরামর্শ দিচ্ছেন মানুষকে। অনেক ক্ষেত্রেই একাকিত্ব দূর করতে মানুষ এমন পন্থা নেন যা সামাজিক এবং শারীরিক ও উভয় দিক থেকেই বিতর্কিত। নৈতিকতার প্রশ্নে অনেকেই বিষয়গুলির সঙ্গে সহমত হতে পারেন না। কখনও কখনও আবার একাকিত্ব থেকে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আর এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতেই অভিনব এক পন্থা আনল চীনের এক রোবট নির্মাতা সংস্থা। স্টারপেরি টেকনোলজি নামের ওই সংস্থা এমন এক রোবট বাজারে এনেছে যা দেখতে অবিকল মানুষের মতো। ত্বক এবং অন্যান্য বহিরাঙ্গও মানুষের মতোই। এমনকী তাঁরা একা পুরুষদের যৌন উত্তেজনা দিতেও সক্ষম। তাই সংস্থার দাবি, এখন আর কেউ একা থাকবে না।
চীনের শেনজেন প্রদেশে অবস্থিত এই সংস্থার কারখানায় একইসঙ্গে কাজ করছেন প্রযুক্তিবিদ এবং বৈজ্ঞানিকরা। সম্প্রতি জানা গিয়েছে নবনির্মিত এই রোবট গুলিতে তারা ব্যবহার করছেন কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি। ঠিক চ্যাট জিপিটির মত এই কৃত্রিম মেধা, ব্যবহারকারী মানুষদের সঙ্গে রোবটগুলির কথাবার্তা এবং যোগাযোগ আরও সহজ করে তুলবে বলে আশা সংস্থার কর্তাদের। সহজ ভাষায় বললে এই রোবটগুলি ব্যবহৃত হবে আদর পুতুল হিসাবে। পুরুষ এবং নারী উভয় দেহেই পাওয়া যাবে এই পুতুল। ওজন প্রায় ৪০ কেজির মতো।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
একটি চৈনিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার সিইও ইভান লি বলেন, “আমরা আগামী জেনারেশনের জন্য সেক্স ডল তৈরি করছি। আমাদের সেই সব আদরপুতুল মৌখিক এবং শারীরিক উভয় দিক থেকেই গ্রাহকদের সব রকমের চাহিদা পূরণ করতে পারবে।” তবে প্রযুক্তিগত দিক থেকে অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে সেকথাও জানান তিনি। তিনি আরও জানান, অল্প এবং সহজ-সরল কথোপকথন সহজ। কিন্তু গভীর এবং আবেগপূর্ণ কথোপকথনের জন্য তাঁরা বিশেষজ্ঞ সফটওয়ার সংস্থার সঙ্গে তাঁরা একযোগে কাজ করছেন বলেও দাবি করেন ইভান।
এর আগে পুতুলগুলি তৈরি হত মূলত দুইটি জিনিস নিয়ে। ভিতরের কাঠামো বা কঙ্কাল তৈরি হত ধাতব পদার্থ দিয়ে। বাইরের দিকটি তৈরি হত সিলিকন দিয়ে। কিন্তু কোনও অভিব্যক্তি ছিল না। ইভানের দাবি, নতুন প্রজন্মের পুতুলগুলির মধ্যে থাকছে অত্যাধুনিক সেন্সর। এই সেন্সরগুলির মাধ্যমে রোবট পুতুলগুলি নড়াচড়া করতে পারবে। এমনকী অর্থপূর্ণ কথাও বলতে পারবে। ফলে একেবারে সাধারণ কথা বার্তার বদলে অনেক বেশি আদানপ্রদানমূলক আলোচনা করতে পারবেন গ্রাহকরা। ফলে পুতুল ব্যবহার করার আগ্রহ বাড়বে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
ইভানের দাবি, এই ধরনের আদরপুতুল ব্যবহার নিয়ে চীনের সমাজে এখনও কিছুটা রক্ষণশীলতা রয়েছে। তবে সময় পাল্টাচ্ছে। একাকিত্ব দূর করতে অনেকেই এই রোবট বা পুতুল ব্যবহার করছেন। পাশাপাশি আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও অত্যন্ত জনপ্রিয় এই ধরনের পুতুল।
তবে সংস্থাটি কেবল যৌনতা কেন্দ্রিক ব্যবসা করতে চায় না। দৈনন্দিন কাজে সাহায্য করতে পারে এমন রোবোটও নির্মাণ করে তারা। এই ধরনের রোবটকে ‘স্মার্ট সার্ভিস রোবট’ বলা হচ্ছে। কাপড় কাচা, থেকে ভারী জিনিস তোলা, ঘর পরিষ্কার করার মতো একাধিক কাজ করতে পারবে এই ধরনের রোবট। পাশাপাশি ২০৩o সালের মধ্যে বয়স্ক এবং শারীরিক ভাবে অসুস্থ ব্যক্তিদের দৈনন্দিন কাজে সহায়তা করার জন্য নতুন ধরনের রোবট আনতে চায় সংস্থাটি। এই কাজ করার জন্য আপাতত কৃত্রিম পেশি নির্মাণ এবং ব্যাটারির আয়ু বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে সংস্থা।
