আজকাল ওয়েবডেস্ক: সৌরজগতের প্রতিটি গ্রহ  একটি নির্দিষ্ট সময়ের জন্য তার রাশিচক্র বা নক্ষত্র পরিবর্তন করে। । যার মধ্যে জ্যোতিষশাস্ত্রে কয়েকটি গ্রহ-নক্ষত্রের পরিবর্তন  বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন আগামী ১২ ফেব্রুয়ারি, গ্রহের রাজা সূর্য মকর থেকে কুম্ভ রাশিতে চলে যাবে। শনি ইতিমধ্যেই এই রাশিতে রয়েছেন। ফলে কুম্ভ রাশিতে মুখোমুখি হবে সূর্য ও শনি। যার শুভ প্রভাব পড়বে তিনটি রাশির উপর। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব ও সূর্যদেবের মধ্যে রয়েছে পিতা ও পুত্রের সম্পর্ক। আর এই সূর্য আর শনি এবার একসঙ্গে যুতি তৈরি করতে চলেছেন। দুর্লভ এই যুতির ফলে দ্বিদ্বাদশ যোগ তৈরি হবে। যার প্রভাবে আগামী মাসে কাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ৩ রাশির, আপনিও কি আছেন সেই তালিকায়, জেনে নেওয়া যাক- 

মেষ- সূর্য-শনির প্রভাবে মেষ রাশির লাভজনক হবে। কেরিয়ারে উন্নতি হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। দাম্পত্যে সমস্যা মিটবে।  সংসারে আর্থিক সংকট কাটবে। জমি সংক্রান্ত মামলায় লাভ পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। 

সিংহ- সূর্য এবং শনির মিলন সিংহ রাশির জন্য শুভ হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ে বড় লাভের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে৷ নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি মিলবে৷ সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে৷ 

কুম্ভ- সূর্য ও শনির মিলনে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। সহকর্মীরা কাজের সহযোহিতা করবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ সন্তানের থেকে কোনও ভাল খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন।