জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। আবার সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের মতো ঘটনায় বিভিন্ন রাশির জীবনে বদল আসতে পারে। যেমন শীঘ্রই বছরের শেষ সূর্যগ্রহণে চার রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে।

আগামী ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ ব্যাখ্যা রয়েছে। আশ্বিন অমাবস্যা তিথিতে এই আংশিক সূর্য গ্রহণের সময়ে সূর্য কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মাঝে মাঝে গ্রহ ও নক্ষত্রপুঞ্জের এমন আশ্চর্যজনক সমন্বয় দেখা যায়, যা বহু বছর পরে ঘটে। সেপ্টেম্বর মাসে সূর্যগ্রহণে এমন বিরল ঘটনা ঘটতে চলেছে। বছরর শেষ সূর্যগ্রহণে একদিকে যেমন কিছু মানুষের জীবনে সমস্যা বাড়বে, আবার কিছু রাশির জাতিক-জাতিকার জন্য আসতে চলেছে সুসময়৷ যদিও ভারতে এই গ্রহণ দৃশ্যমান হবে না, তবু এর প্রভাব থাকবে বলে মনে করছেন জ্যোতিষীরা। 

সূর্যগ্রহণ চার রাশির জীবনে আর্শীবাদ হয়ে আসতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই রাশির জীবন। আপনিও আছেন তালিকায়? জেনে নিন- 

 

বৃষ: সূর্যগ্রহণ বৃষ রাশির জন্য লাভজনক হবে। ভাগ্য আপনার সঙ্গে রয়েছে, তাই যে কাজই করবেন ভাল ফল পেতে পারেন। অফিসে আয় বাড়তে পারে। পুরনো কোনও ইচ্ছা পূরণ হবে। রাজনৈতিক ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে মান-সম্মান বাড়বে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। 


সিংহ: পুজোর আগে সিংহ রাশির ভাগ্য সদয় হবে। সময়ে কাজ শেষ করতে পারবেন। বিদেশে কাজ করলে বেশি লাভবান হওয়ার সুযোগ পাবেন। আমদানি-রপ্তানির ব্যবসা থাকলে কোনও সুখবর পেতে পারেন। জীবনে আরাম-বিলাসিতা বাড়বে। আর্থিকভাবে আরও সুরক্ষিত হবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 


তুলা: সূর্যগ্রহণের পর তুলা রাশির জাতক-জাতিকাদের মানসিক পরিস্থিতি আগের চেয়ে ভাল হবে। গাড়ি-বাড়ি কেনার যোগ রয়েছে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভাল লাভ পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে। শিক্ষার্থীদের মনের ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।


কুম্ভ: সূর্যগ্রহণ কুম্ভ রাশির জন্য ইতিবাচক হতে চলেছে। যে কোনও কাজ পরিকল্পনা মাফিক শেষ করতে পারবেন। শুধু তাই নয়, সাফল্য থাকবে হাতের মুঠোয়। যারা ব্যবসা বাড়ানোর বিষয়ে ভাবছেন, তাঁদের জন্য শুভ। অর্থ সংক্রান্ত সমস্যা থাকলে ঋণ পেতে পারেন। আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন। যে কোনও কাজে সঙ্গীকে পাশে পাবেন।