আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কের পূর্বরাগ মধুর নিঃসন্দেহে। সময় গড়ালে, আবেগ শান্ত হয়, প্রেমের গভীরতা বাড়ে। যোগাযোগ বাড়ে, একে অপরকে আরও একটু বেশি জানা যায়। বস্তুত, পরিণত প্রেমের বা সম্পর্কের একটি বড় জায়গা জুড়ে থাকে দুটো পরিণত মনের বোঝাপড়া। কিন্তু মন বোঝা কি সত্যিই সোজা? মহানায়কও গানে বলেছেন, "নারী চরিত্র বেজায় জটিল"! এই বৈশাখী সন্ধেয় প্রেয়সীর মন বুঝতে কী করবেন?
এক মনোবিদের দাবি, বেশ কয়েকটি বিষয়ে অভিভূত হন নারী। সেগুলো কী?
১. প্রশংসা
সবাই প্রশংসা পছন্দ করেন। বিশেষত করে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে । আপনি যখন প্রিয় নারীর প্রশংসা করেন, সে নিশ্চিত আপ্লুত হয়। এক্ষেত্রে মনে রাখবেন, শারীরিক বৈশিষ্ট্যের বাইরেও কিছু বিষয় রয়েছে, যা আপনাকে স্বীকার করতে হবে। শরীরের পাশাপাশি তাঁর মনটাও সুন্দর, একথা তাঁকে বোঝাতে পারলেই যথেষ্ট।
২.
চোখ অবশ্যই আমাদের অভ্যন্তরীণ অনুভূতি, আবেগ এবং চিন্তাভাবনা সম্পর্কে অনেক কিছু বলে। এই কারণেই বলে প্রথম দেখাতেই প্রেম। আসলে আই কন্ট্যাক্ট প্রেম গভীর হতে সাহায্য করে। ভাল সময় কাটানোর সময়ে এই কাজটি করতে ভুলবেন না।
৩.
প্রিয় নারীর চোখে স্পেশ্যাল হয়ে উঠতে চান? তবে নিজেকে গ্রুম করতে ভুলবেন না যেন। আর অবশ্যই ভাল সুগন্ধী ব্যবহার করতে ভুলবেন না। অনেকেই জানেন না হয়তো, বলিউডের "কিং অফ রোম্যান্স" শাহরুখ খানের ইউএসপি হল "স্মেল গুড"!
৪.
প্রিয় নারী যখন কোনও বিষয় নিয়ে আলোচনা করছেন বা কথা বলছেন, অবজ্ঞা না করে মন দিয়ে শুনুন। সম্পর্কে একে অপরকে গুরুত্ব দেওয়া খুব দরকার।
৫.
ছোট ছোট মুহূর্ত উদযাপনের মাধ্যমে তাঁকে বুঝিয়ে দিন যে তিনি সত্যিই স্পেশ্যাল।
৬.
পারস্পরিক সম্মান প্রদর্শন যেকোনও সম্পর্কের মূল ভিত্তি।
৭.
রসিকতা করুন। নিজের সেন্স অফ হিউমার দিয়ে আপনি সহজেই মন জিতে নিতে পারবেন আপনার প্রিয় নারীর।
৮.
ভাল সময় কাটান। নিজের কথা বলুন তাঁকে। সত্য গোপন করবেন না।
এক মনোবিদের দাবি, বেশ কয়েকটি বিষয়ে অভিভূত হন নারী। সেগুলো কী?
১. প্রশংসা
সবাই প্রশংসা পছন্দ করেন। বিশেষত করে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে । আপনি যখন প্রিয় নারীর প্রশংসা করেন, সে নিশ্চিত আপ্লুত হয়। এক্ষেত্রে মনে রাখবেন, শারীরিক বৈশিষ্ট্যের বাইরেও কিছু বিষয় রয়েছে, যা আপনাকে স্বীকার করতে হবে। শরীরের পাশাপাশি তাঁর মনটাও সুন্দর, একথা তাঁকে বোঝাতে পারলেই যথেষ্ট।
২.
চোখ অবশ্যই আমাদের অভ্যন্তরীণ অনুভূতি, আবেগ এবং চিন্তাভাবনা সম্পর্কে অনেক কিছু বলে। এই কারণেই বলে প্রথম দেখাতেই প্রেম। আসলে আই কন্ট্যাক্ট প্রেম গভীর হতে সাহায্য করে। ভাল সময় কাটানোর সময়ে এই কাজটি করতে ভুলবেন না।
৩.
প্রিয় নারীর চোখে স্পেশ্যাল হয়ে উঠতে চান? তবে নিজেকে গ্রুম করতে ভুলবেন না যেন। আর অবশ্যই ভাল সুগন্ধী ব্যবহার করতে ভুলবেন না। অনেকেই জানেন না হয়তো, বলিউডের "কিং অফ রোম্যান্স" শাহরুখ খানের ইউএসপি হল "স্মেল গুড"!
৪.
প্রিয় নারী যখন কোনও বিষয় নিয়ে আলোচনা করছেন বা কথা বলছেন, অবজ্ঞা না করে মন দিয়ে শুনুন। সম্পর্কে একে অপরকে গুরুত্ব দেওয়া খুব দরকার।
৫.
ছোট ছোট মুহূর্ত উদযাপনের মাধ্যমে তাঁকে বুঝিয়ে দিন যে তিনি সত্যিই স্পেশ্যাল।
৬.
পারস্পরিক সম্মান প্রদর্শন যেকোনও সম্পর্কের মূল ভিত্তি।
৭.
রসিকতা করুন। নিজের সেন্স অফ হিউমার দিয়ে আপনি সহজেই মন জিতে নিতে পারবেন আপনার প্রিয় নারীর।
৮.
ভাল সময় কাটান। নিজের কথা বলুন তাঁকে। সত্য গোপন করবেন না।
