আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে শনির বিশেষ গুরুত্ব রয়েছে৷ কর্মফলদাতা শনিদেব গত ২৯ মার্চ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছেন। ৩০ বছর পর বৃহস্পতির রাশিতে অস্তমিত অবস্থায় আছেন শনিদেব। এপ্রিলের প্রথমে শনি মীন রাশিতে উদিত হতে চলেছেন। যার শুভ প্রভাব পড়বে ৪ রাশির উপর। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, দেখে নেওয়া যাক-
বৃষ- শনির আশীর্বাদে সুখের জীবন কাটাবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। ভাগ্যে নানান দিক থেকে চমক আসতে পারে। আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে পারবেন। ফলে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে৷ কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মিথুন- শনিদেবের উদয়ে মিথুন রাশির বিশেষ উন্নতি হতে চলেছে। রোজগারের নতুন পথ পেতে পারেন। কর্মস্থলে পরিশ্রমের ফল পাবেন।চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসা আরও বড় করার সুযোগ পাবেন। পরিবারে অতিথি আসতে পারে।
তুলা- শনির উদয়ে তুলা রাশির সৌভাগ্যের দরজা খুলে যাবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের সুসময় থাকবে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে।
ধনু- শনিদেবের প্রভাবে ধনু রাশির জাতক জাতিকার জীবনে বড় লাভ হতে পারে। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। নতুন বাড়ি-গাড়ি কিনতে পারেন। ব্যবসায়ে বিনিয়োগে লাভের যোগ রয়েছে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সন্তানের পরীক্ষা সংক্রান্ত দুশ্চিন্তা কমবে।
