আজকাল ওয়েবডেস্ক: প্রতি আড়াই বছর অন্তর শনি রাশি পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্রে শনির অস্ত যাওয়া এক গুরুত্বপূর্ণ ঘটনা। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শনিদেব কুম্ভ রাশিতে অস্ত যাবেন। তারপর মার্চ মাসে স্থান পরিবর্তন করবেন। যা বেশ কয়েকটি রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। শনিদেবের প্রভাবে কেরিয়ার, আর্থিক অবস্থা, সম্পর্কেও জটিলতা হতে পারে।
আগামী ২৮ ফেব্রুয়ারি শনিদেব কুম্ভ রাশিতে অস্ত যাচ্ছেন। সেই দিনই চন্দ্রও কুম্ভ রাশিতে পরিভ্রমণ করবে। আর শনি ও চন্দ্রের মহাসংযোগে তৈরি হবে বিষ যোগ। শনি অস্ত যাওয়ার দিনই এই অশুভ যোগও তৈরি হচ্ছে। যার ফলে ৩ রাশির জীবনে আসতে পারে ঘোর বিপদ। আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নেওয়া যাক-
মেষ- শনি অস্ত গেলে মেষ রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে। কোনও পরিস্থিতিতে মেজাজ হারিয়ে সমস্যায় পড়তে পারেন। তাড়াহুড়োয় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সংসারে খরচ বাড়বে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। সন্তানের কোনও বিষয়ে দুশ্চিন্তায় থাকবেন।
তুলা- শনির অস্ত যাওয়া তুলা রাশির জন্য ভাল ফল হবে না৷ স্বাস্থ্যের অবনতি হতে পারে। পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রাখতে গিয়ে মানসিক চাপে ভুগতে পারেন। সংসারে অর্থ সংকট হওয়ার আশঙ্কা রয়েছে৷ কর্মক্ষেত্রে সহকর্মীরা বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তবে সৎ পথে কাজ করে গেলে দেরিতে হলেও ফল পাবেন।
মকর- শনি-চন্দ্রের বিষ যোগে মকর রাশির মানুষেরা একাধিক বাধার সম্মুখীন হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আয় ও ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করুন। নচেৎ ভবিষ্যতে টাকাপয়সার চিন্তা পিছু ছাড়বে না৷ ব্যবসায়ে যে কোনও সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হবে। অসতর্ক হলেই বড় লোকসান হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
