আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। ভাগ্যচক্রে গ্রহের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রহরা কখনও সোজা পথে, আবার কখনও উল্টো পথে চলে অর্থাৎ বক্রী হয়। ঠিক যেমন একদিন আগে বক্রী হয়েছেন শনি আর শীঘ্রই উল্টো পথে হাঁটবেন বুধও। যার ফলে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট বদল আসতে চলেছে।


বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল শনি। প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন। বারোটি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় ৩০ বছর সময় লাগে। জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। 

অন্যদিকে, সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন।

মার্চে নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে শনি বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করেছেন৷ আড়াই বছর এই রাশিতে থাকার পর মেষ রাশিতে পৌঁছবেন শনিদেব। এরই মধ্যে গতকাল রবিবার ১৩ জুলাই সকাল ৯টা ৩৬ মিনিটে বক্রী হয়েছেন শনি। আগামী ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিগামী গতিতে অবস্থান করবেন শনিদেব।


শীঘ্রই বুধও বক্রী হতে চলেছেন। বর্তমানে বুধ কর্কট রাশিতে অবস্থান করছেন। আগামী ১৮ জুলাই কর্কট রাশিতে উল্টো পথে চলতে শুরু করবেন গ্রহের রাজকুমার। চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে প্রতিগামী থাকবেন বুধ।

বুধ আর শনির এই উল্টো চালে চার রাশির জীবনে অশুভ প্রভাব পড়বে। তাহলে চরম বিপদে পড়বেন কারা? জেনে নিন- 


সিংহ: শনি-বুধ বক্রী হওয়ার কারণে সিংহ রাশির জাতক-জাতিকারা বিপদে পড়তে পারেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যা হতে পারে। এই সময়ে স্বাস্থ্যের যত্ন নিন। নিজে গাড়ি চালালে সতর্ক থাকুন, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। 

তুলা: তুলা রাশির জন্য শনি-বুধের গোচর অশুভ হতে পারে। আগামী এক মাস এই রাশির জাতক-জাতিকাদের সাবধানে থাকতে হবে। নিজের কথাবার্তা, আচরণে নিয়ন্ত্রণ রাখুন, নচেৎ ভুল পদক্ষেপ নেওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। 

বৃশ্চিক: শনি-বুধ উল্টো পথে হাঁটায় বৃশ্চিক  রাশির দুঃসময় আসতে চলেছে। বৈবাহিক জীবনে মতবিরোধ, পরিবারে শান্তি বিঘ্নিত হতে পারে। যে কোনও কাজ ধৈর্য সহকারে করুন। বেহিসাবি খরচের দিকে খেয়াল রাখুন। মানসিক অস্থিরতা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। 

কুম্ভ: শনি ও বুধের চালে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ বাড়বে। সংসারে আর্থিক টানাটানি শুরু হতে পারে। বুঝেশুনে খরচ না করলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। ব্যবসায়ে লোকসানের আশঙ্কা রয়েছে। এমনকী ঋণ নেওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে।