আজকাল ওয়েব ডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর অবস্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। গত ৩ অক্টোবর শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে শনি। আর  সেই নক্ষত্রে  ইতিমধ্যেই রয়েছে রাহু। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহু এবং শনির এই মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫০ বছর পর শতভিষা নক্ষত্রে এই যোগ তৈরি হয়েছে। যার ফলে বেশ কয়েকটি রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। অর্থপ্রাপ্তি থেকে কর্মক্ষেত্রে উন্নতি, সুখের সময় আসছে কাদের? জেনে নিন।

বৃষ: এই রাশিকে শনি গ্রহ খুব ভালো ফল দেবে। পুজোর সময়ে নানান বিশয়ে কাটবে দুশ্চিন্তা। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। নতুন কোনও কাজ করার সিদ্ধান্ত নিলে অবশ্যই সফল হবেন। আর্থিক সংকট থেকে কাটবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।

মিথুন রাশি-শনি ও রাহুর একই নক্ষত্রে প্রবেশ মিথুন রাশির জন্য শুভ। সোনায় মুড়বে এই রাশির ভাগ্য। একদিকে রাহু কর্মক্ষেত্রে আনবে সাফল্য, অন্যদিকে পরিবারে থাকবে শান্তি। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীরা লাভের সুখ দেখতে পারেন। বাড়বে ব্যবসার পরিধি। পেশাগত জীবনে বড় পরিবর্তন আসতে পারে। যে কোনও কাজে বাড়ির সমর্থন পাবেন।  
তুলা রাশি- পুজোর সময়ে তুলা রাশির মানুষেরা সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজে উর্দ্ধতন কর্তৃপক্ষ খুশি হবে। আয় বাড়বে, খুলবে সঞ্চয়ের রাস্তাও। আদালতে কোনও মামলা চললে তা মীমাংসা হতে পারে। প্রেমের সম্পর্কে শান্তি থাকবে। দাম্পত্য কলহ মিটে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে।

মকর রাশি- শনি ও রাহুর শতভিষা নক্ষত্রে অবস্থান আর্থিক দিক থেকে মকর রাশিকে সফল করবে। আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পাবেন। সংসারে শান্তি থাকবে।