আজকাল ওয়েব ডেস্ক: আজ মহাসপ্তমী। ১০ অক্টোবর আজকের দিনে বুধ এবং শুক্রের মিলনে শুভ সংযোগ তৈরি হচ্ছে। যার ফলে নবরাত্রির সপ্তমী তিথির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। রাজযোগের শুভ প্রভাব পড়বে কয়েকটি রাশির উপর। আজ ৫টি রাশির অর্থপ্রপ্তির যোগ রয়েছে, সুখ-সম্বৃদ্ধির দিন ফিরবে কাদের? জেনে নিন। 

মেষ রাশি- ১০ অক্টোবর মেষ রাশির জন্য খুব ভাল দিন। দেবী দুর্গার কৃপায় হঠাৎ অর্থলাভ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারে শান্তি ফিরবে।

কন্যা রাশি- সপ্তমীতে কন্যা রাশির দুর্দান্ত দিন কাটবে। পরিবার বন্ধুবান্ধবের সঙ্গে মজা করে সময় কাটাতে পারবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সুনাম পাবেন। ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। বৈবাহিক কলহ মিটে সম্পর্ক আরও মজবুত হবে।

তুলা রাশি- সপ্তমীতে আনন্দের সঙ্গে কাটবে তুলা রাশির। দেবীর আশীর্বাদে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।স্বাস্থ্য ঠিক থাকবে। যে কোনও কাজে উৎসাহ পাবেন আজ। ব্যবসায় খ্যাতি পেতে পারেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। 

মকর রাশি- মকর রাশির জন্য সপ্তমীর দিন শুভ। নতুন কোনও প্রখ্যাত মানুষের সঙ্গে আলাপ হতে পারে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে মন্দিরে যেতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে। 

মীন রাশি- আজ যে কোনও কাজে সাফল্য পেতে পারেন মীন রাশির মানুষেরা। অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে। সুখের সময় ফিরবে। ব্যবসায় সাফল্য অর্জনের যোগ রয়েছে। বিয়ের প্রস্তাব পেতে পারেন।