আজকাল ওয়েবডেস্ক: বয়স ছুঁয়েছে ৬০। তবু সিকান্দর সলমনের দেহসৌষ্ঠব আজও ভক্তদের মনে দোলা দেয়। কিন্তু কীভাবে এই বয়সেও সলমন খান ধরে রেখেছেন তাঁর সুঠাম গঠন? ফাঁস করলেন সলমনেরই নিজের ফিটনেস ট্রেনার রাকেশ উদ্দিয়ার। কী জানালেন রাকেশ?

প্রায় ২o বছর ধরে সলমনের শরীরচর্চার সঙ্গী রাকেশ। তাঁর কথায়, সলমনের সুঠাম শরীরের নেপথ্যে রয়েছে তাঁর নিয়মানুবর্তিতা এবং শরীরচর্চার প্রতি সমর্পণ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাকেশ বলেন, “আগেকার দিনে যেমন ভাবে বডিবিল্ডাররা শরীরচর্চা করতেন, সলমনও কিছুটা তেমন ভাবেই শরীরচর্চা করে। এই বয়সেও বুকের পেশী সুঠাম রাখার জন্য ১০ ধরনের বুকের ব্যায়াম করে সলমন।” সপ্তাহে ছয় দিনই সলমন শরীরচর্চা করেন বলেও জানিয়েছেন তিনি। এমনকী শুটিং করার পরেও শরীরচর্চা করতে ভোলেন না ভাইজান, দাবি রাকেশের।

রাকেশ আরও জানান, ফিট থাকতে সলমন কোনও রকম বিশ্রাম ছাড়াই ‘হাই ইনটেনসিটি’ বা উচ্চ মাত্রার ব্যায়াম করেন। অর্থাৎ একটি ব্যায়াম শেষ করার পর পরবর্তী ব্যায়াম শুরু করার মাঝে কোনও বিরতি নেন না ভাইজান। শরীরচর্চা করার সময় এসিও ব্যবহার করেন না তিনি। যখনই সময় পান একেবারে পুরানো আমলের মতো রোদের মধ্যেই ঘাম ঝরান ‘টাইগার’ বক্তব্য রাকেশের।

শুধু শরীরচর্চা নয়, খাবার নিয়েও অত্যন্ত সচেতন সলমন। মায়ের হাতে তৈরি খাবার ছাড়া অন্য কোনও খাবার খান না। মূলত ডিম, ফল, অল্প ভাত এবং সেদ্ধ করা মাছ মাংসই খান তিনি। মশলাদার খাবার বলতে কেবল মাঝেমধ্যে বিরিয়ানি খান সলমন। তবে সেটাও পরিমিত পরিমাণে। কখনও ২০০০ ক্যালোরির বেশি খাবার খান না সলমন, জানিয়েছেন রাকেশ। ভাইজানের ডায়েট আর কঠোর শরীরচর্চার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়। ধন্য ধন্য করছেন তাঁর ভক্তরা। তারিফ না করে পারছেন না সমালোচকরাও।