আজকাল ওয়েবডেস্ক: ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি এলোমেলোভাবে প্লেসিবো নিয়ন্ত্রিত পরীক্ষা চালিয়েছেন। উদ্দেশ্য, গাঁজা অ্যালকোহল সেবন কমাতে পারে কি না তা বুঝে ওঠা। ফলাফলগুলি অসাধারণ এবং চমকপ্রদ। তবে, কিছু সতর্কতাও রয়েছে।
গবেষকরা একটি পরীক্ষা চালিয়েছেন যেখানে অংশগ্রহণকারীরা গাঁজা সেবন করেছিলেন এবং পরবর্তীতে মদ্যপানের আকাঙ্ক্ষা বোঝার জন্য মদ্যপান করার বিকল্প দেওয়া হয়েছিল। ‘ক্যালিফোর্নিয়া সোবার’ গবেষণাটি প্রথমবারের মতো এই ধরণের পরীক্ষা যেখানে গবেষক কেবল পর্যবেক্ষণমূলক সম্পর্ক নয়, দু’টি ভেরিয়েবলের মধ্যে একটি নৈমিত্তিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন।
২১-৪৪ বছর বয়সী ১৫৭ জন যাদের সপ্তাহে কমপক্ষে দু’বার অতিরিক্ত অ্যালকোহল সেবনের অভ্যাস এবং গাঁজা সেবনের অভ্যাস ছিল, তাঁদের প্রত্যেকের তিনটি আলাদা ল্যাবে ডাকা হয়েছিল এবং তাঁদের তিনটি আলাদা আলাদা নমুনা দেওয়া হয়েছিল। সেগুলি হল উচ্চ THC-গাঁজা (৭.২ শতাংশ), কম THC-গাঁজা (৩.১ শতাংশ), প্লেসিবো গাঁজা (০ শতাংশ)।
মদ্যপানের পর তাদের পরীক্ষামূলক বার ল্যাবে যেতে বলা হয়েছিল যেখানে তাদের ৮টি মিনি-ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, যা শরীরের অ্যালকোহলের মাত্রা কমপক্ষে ১০ শতাংশে উন্নীত করার জন্য যথেষ্ট এবং যারা মদ্যপান বন্ধ করতে চান তাদের একটি ছোট নগদ পুরষ্কার দেওয়া হয়েছিল।
এই গবেষণায় দৃঢ় পরীক্ষামূলক প্রমাণ পাওয়া গিয়েছে। গবেষকরা অ্যালকোহলের তীব্রতায় স্পষ্ট এবং পরিমাপযোগ্য হ্রাস লক্ষ্য করেছেন। যারা কম THC- যুক্ত গাঁজা সেবন করেছিলেন তাঁরা প্লেসিবো গ্রহণকারীদের তুলনায় প্রায় এক-পঞ্চমাংশ কম মদ পান করেছেন। যারা উচ্চ THC-যুক্ত গাঁজা সেবন করেছিলেন, তাঁরা প্লেসিবো গ্রহণকারীদের তুলনায় এক-চতুর্থাংশ কম অ্যালকোহল পান করেছেন। তাছাড়া, তাঁরা তাঁদের প্রথম পানীয় গ্রহণের আগে প্লাসিবো গ্রহণের তুলনায় বেশি সময় অপেক্ষা করেছিলেন।
তবে সতর্কও করে দিয়েছেন গবেষকরা। প্রাথমিক সতর্কতা হল, গাঁজা সেবনের নিজস্ব অসুবিধাও রয়েছে। তাঁরা পানীয় গ্রহণের অভ্যাসের জন্য ফলাফল খুঁজে পেয়েছেন। দু’টি একসঙ্গে ব্যবহারের ঝুঁকি ভিন্ন হতে পারে। যদিও পূর্ববর্তী গবেষণাপত্রগুলি অনুযায়ী, CBD, যা গাঁজার একটি অ-মাদক উপাদান, অ্যালকোহল সেবন কমাতে পারে। এই প্রভাবগুলি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকলে পরিবর্তিত হতে পারে।
(গাঁজা সেবন এবং মদ্যপানে আজকাল ডট ইন উৎসাহ প্রদান করে না।)
