আজকাল ওয়েবডেস্কঃ আপনি পিস্তানথ্রোফোবিয়ায় ভুগছেন না তো? ইদানিং এই দিনকালে অনেকেই এখন সহজে কাউকে বিশ্বাস করতে পারেনা। এমন অনেকেই আছেন যারা মন থেকে কাউকে বিশ্বাস করেছিলেন। কিন্তু বিশ্বাস করে মনের কথা বলে ঠকেছিলেন। পরবর্তীতে তিনিই আবার আপনার বিশ্বাস ভেঙেছেন। কাউকে বিশ্বাস করতে না পারার কারণ হতে পারে আপনি এই রোগে আক্রান্ত। কেউ ভাল কিছু বললেও বোধহয় কোনও খারাপ করাই তাঁর উদ্দেশ্য। আসলে মানুষটি যে কোনও ভাল উদ্দেশ্যও থাকতে পারে তা কিন্তু মনেই করা হয় না এই রোগে আক্রান্ত হলে। কিন্তু বাস্তবে বিশ্বাস না করলে আপনি লোক চিনতে পারবেন না। বরং ঠকে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে অনেক বেশি।
চিকিৎসা পরিভাষায় এই মনের রোগের নাম পিস্তানথ্রোফোবিয়া। কাউকে বিশ্বাস করতে না পারা থেকেই এই সমস্যার তৈরি হয়। প্রিয়জনের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হতে অস্বীকৃতি, বিশ্বাসঘাতের ভয়, প্রেমে পড়ার ভয় বা ফিলোফোবিয়া। রোমান্টিক সম্পর্কের আঘাতজনিত পরিণতি থেকেই এই ভয়ের উৎপত্তি হয়। পিস্তানথ্রোফোবিয়ায় আক্রান্তরা প্রায়ই অন্যদের বিশ্বাস করতে অত্যন্ত অনিচ্ছুক হন। চিকিৎসা করালে পিস্তানথ্রোফোবিয়ায় আক্রান্তদের আবার বিশ্বাস করতে শেখা যায় এবং স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলা যায়।
