আজকাল ওয়েবডেস্ক: বাস না অটোর মতো গণ পরিবহনে অনেক সময় লেখা থাকে, ‘আপনার ব্যবহারই আপনার পরিচয়।’ কথাটা মিথ্যে নয়। তবে জানেন কি ব্যবহারের মতোই আপনার ব্যবহৃত সুগন্ধিও ব্যক্তিত্বের এক নীরব পরিচয়পত্র? বিশেষজ্ঞরা পাঁচ ধরনের সুগন্ধির সঙ্গে মানুষের চরিত্রের যোগসূত্র খুঁজে পেয়েছেন। কাজেই কে কোন ধরনের সুগন্ধী মাখছেন তা থেকে ধারণা করা যায় তাঁর চরিত্রের সম্পর্কে।
১। ফুলের সৌরভ (ফ্লোরাল): গোলাপ, জুঁই, লিলি বা বেলি ফুলের মিষ্টি গন্ধ যাঁদের পছন্দ, তাঁরা সাধারণত রোম্যান্টিক, সংবেদনশীল ও বন্ধুত্বপূর্ণ হন। এই ধরনের ব্যক্তিরা জীবনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে ভালবাসেন। চরিত্রে থাকে এক স্নিগ্ধ ও কোমল ভাব, যা সহজেই অন্যদের আকর্ষণ করে।
২। লেবুর গন্ধ (সাইট্রাস): লেবু, কমলালেবু বা অন্য ফলের সতেজ গন্ধে ভরা পারফিউম যাঁরা ব্যবহার করেন, তাঁরা সাধারণত অত্যন্ত প্রাণবন্ত, উদ্যমী ও আত্মবিশ্বাসী হন। খেলাধুলো বা যে কোনও অ্যাক্টিভিটিতে অংশ নিতে ভালবাসেন। ব্যক্তিত্ব হয় সপ্রতিভ।
৩। মশলার গন্ধ (স্পাইসি/ওরিয়েন্টাল): দারচিনি, ভ্যানিলা, লবঙ্গ বা কস্তুরীর মতো উষ্ণ ও গাঢ় গন্ধ যাঁদের পছন্দ, তাঁদের ব্যক্তিত্ব হয় রহস্যময় এবং আকর্ষণীয়। থাকে আভিজাত্যের ছাপ। এই ধরনের গন্ধ ব্যবহারকারী ব্যক্তিরা সাধারণত সাহসী হন।
৪। কাষ্ঠল সৌরভ (উডি): চন্দন, সিডারউড বা মাটির গন্ধ যাঁদের প্রিয়, তাঁরা সাধারণত নির্ভরযোগ্য, স্থিতধী ও প্রকৃতির কাছাকাছি থাকতে ভালবাসেন। এঁদের চরিত্রে দৃঢ়তা ও সারল্য থাকে। বাইরে থেকে শান্ত দেখালেও এই ধরনের ব্যক্তিরা মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী হন।
৫। সামুদ্রিক গন্ধ (অ্যাকোয়াটিক): সমুদ্রের নোনা হাওয়া বা বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধের মতো সতেজ পারফিউম যাঁরা পছন্দ করেন, তাঁরা মুক্তমনা, কল্পনাপ্রবণ এবং শান্ত স্বভাবের হন। সাধারণত বাহুল্য পছন্দ করেন না এবং নিজেদের জগতে থাকতে ভালবাসেন। মন হয় জলের মতোই স্বচ্ছ ও গভীর।