আজকাল ওয়েবডেস্ক: আজ ৩ সেপ্টেম্বর বুধবার। এমনিতেই বুধবারকে গণেশের প্রিয় দিন বলে গণ্য করা হয়। কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আজকের দিনটির আলাদা গুরুত্ব রয়েছে। কারণ আজ ৪ টে ২১ পর্যন্ত রয়েছে পরিবর্তিনী একাদশী। এই দিনটির বিশেষত্ব হল, এই বিশেষ দিনে যোগনিদ্রার মধ্যে শয়নের ভঙ্গি বদল করেন বিষ্ণু। পাশাপাশি আজ চন্দ্র থাকছেন ধনু রাশিতে এবং সূর্য থাকছেন সিংহ রাশিতে। ফলে সৃষ্টি হচ্ছে আয়ুষ্মান যোগ। সব মিলিয়ে আজকের দিনে শ্রী বিষ্ণুর নেক নজরে ভাগ্য ফিরবে বেশ কিছু রাশির।

মেষ
আর্থিক দিক থেকে দিনটি লাভজনক। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভ হতে পারে। পারিবারিক দিক থেকেও দিনটি সুখকর। কালো আজ মিলনের রং হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। দৈনিক আহারে অবহেলা করলে পেটের সমস্যা দেখা দিতে পারে।

বৃষ
ব্যবসায় আজ লাভের সুযোগ আছে। তবে সেই সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে হবে, নইলে ফল মিলবে না। যাঁরা অর্থবান ব্যক্তি তাঁদের আজ দান ধ্যান করার দিন। গরীব মানুষকে সাহায্য করলে ফল পাবেন। মহিলাদের ক্ষেত্রে আজ বাণিজ্যক্ষেত্রে নেতৃত্ব দানের সুযোগ আসবে। জল এড়িয়ে চলুন, বিপদের আশঙ্কা রয়েছে।

মিথুন
মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আগুন এবং বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। বাড়ির বয়স্কদের নিয়ে চিন্তা বাড়তে পারে। অর্থভাগ্য মধ্যম, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হতে পারে। পাহাড়ে ভ্রমণের সুযোগ আসতে পারে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

কর্কট
কন্যা সন্তানের সাফল্যে আজ গর্বিত হবেন। অর্থভাগ্য মধ্যম। হৃদযন্ত্রের সমস্যা বাড়তে পারে। অসুবিধা অল্প থাকতেই চিকিৎসকের পরামর্শ নিন।

সিংহ
আজ কামের ফাঁদে পড়লেই চরম সর্বনাশ হতে পারে। বিশেষ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকুন। স্বভাবগত নেতৃত্ব দানের প্রবণতা আজ বিপদ ডেকে আনতে পারে। গৃহ নির্মাণ কিংবা রক্ষণাবেক্ষণ বাবদ অতিরিক্ত খরচ হতে পারে। সম্পত্তি নিয়ে ছলনা করতে গেলে নিজেই বিপদে পড়বেন।

কন্যা
পরিবারের সঙ্গে নরমে গরমে কাটবে দিনটি। গুরুজনদের সঙ্গে কিছুটা তর্ক বিতর্ক হলেও দিনের শেষে তা মিটে যাবে। পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থলাভের বিশেষ যোগ রয়েছে। বিভিন্ন জলবাহিত রোগের থেকে সাবধান থাকতে হবে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

তুলা
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আজ একেবারেই ভাল নয়। নাবালক সন্তানের অপকর্মে প্রশ্রয় দেবেন না। তাতে গোটা পরিবারের ক্ষতি হতে পারে। রাস্তাঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি। রক্তপাতের যোগ রয়েছে।

বৃশ্চিক
কেউ অতিরিক্ত বন্ধুত্ব দেখাতে আসলে সতর্ক থাকুন। আজ বিশ্বাসঘাতের শিকার হতে পারেন। অতিরিক্ত অর্থপিপাসা উল্টে খরচ বাড়িয়ে দেবে। সৃষ্টিশীল মানুষদের জন্য আজকের দিনটি বেশ ভাল। কাজের স্বীকৃতি মিলতে পারে। স্ত্রীর পরামর্শ অমান্য করলে ক্ষতি হতে পারে।

ধনু
আজ দূরে কোথায় ঘুরতে যেতে পারেন কিংবা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে। খরচ বাড়লেও মন প্রফুল্ল থাকবে। ঝগড়া বিবাদ থেকে আজ দূরে থাকাই ভাল। নয়তো আইনি জটিলতায় পড়তে হতে পারে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

মকর
রত্ন, সোনাদানা কিংবা তেজারতির করবার থেকে আজ দারুন মুনাফা হতে পারে। কিন্তু সাধু সাবধান! অসৎ পথে টাকা কামাতে গেলে ফল হবে ঠিক উল্টো। গ্রাহককে ঠকালে তাৎক্ষণিক লাভ হলেও অন্য দিক থেকে কয়েকগুণ টাকা বেরিয়ে যাবে। পারিবারিক দিক থেকেও আজ বয়স্কদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। নিজের কোনও দীর্ঘমেয়াদী বা ক্রনিক রোগ থাকলে তা থেকে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে।

কুম্ভ
চাকুরিক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে। তবে নতুন বন্ধুত্ব কিংবা নতুন সম্পর্কে আজ না জড়ানোই ভাল। অতিরিক্ত কথা বলার অভ্যাস সমস্যায় ফেলতে পারে। শুভ রং নীল।

মীন
জলঘটিত এবং পতঙ্গবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তা বাদে বাকি সব দিক থেকে দিনটি মন্দ নয়। পুরোনো কোনও বিনিয়োগ থেকে টাকা আসতে পারে। অপ্রত্যাশিত ভাবে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। ভাইয়ে ভাইয়ে বিবাদ আজ মিটে যেতে পারে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর