আজকাল ওয়েবডেস্ক: 'দৃষ্টিভ্রম' বা 'অপটিক্যাল ইলিউশন' আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার একটি আকর্ষণীয় উপায়। অনেকেই দাবি করেন, এই ধরনের ছবি আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিক উন্মোচিত করে। এই ধরনের ছবি আমাদের মস্তিষ্ককে এমন জিনিস দেখতে বাধ্য করে যা হয়তো সেই ছবিতে নেই। আমাদের পর্যবেক্ষণ ক্ষমতারও পরীক্ষা নেয়। এ বার তেমনই একটি ছবি ঝড় তুলেছে নেটমাধ্যমে।
চ্যালেঞ্জটি খুবই সাধারণ। উপরোক্ত ছবিটিতে একটি হরিণ লুকিয়ে আছে। সময় মাত্র ১০ সেকেণ্ড তার মধ্যে খুঁজে বার করতে হবে হরিণটিকে। খুবই সহজ নয় কী? আরও একবার দেখুন। তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারীরাই চট করে খুঁজে ফেলবেন হরিণটিকে।
মাইক্রোব্লগিং সাইট এক্স (পূর্বতন টুইটার)-এ পীযুষ তিওয়ারি নামে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে একটি জঙ্গলের দৃশ্য। জঙ্গলের মাঝে উজ্জ্বল সূর্য। সম্ভবত সূর্যোদয় বা সূর্যাস্ত হচ্ছে। জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে জলধারা। সূর্যের আলো পড়ে সেই জলধারা কমলা রঙ ধারণ করেছে। সেই জলের ধারার পাশেই লম্বা লম্বা গাছ। এই সুন্দর দৃশ্যের মাঝেই লুকিয়ে রয়েছে একটি হরিণ।
অনেকেই সঙ্গে সঙ্গে হরিণটিকে খুঁজে বার করলেও অনেকেই লুকিয়ে থাকা প্রাণীটিকে খুঁজে পাননি। যাঁর খুঁজে পাননি তাঁদের জন্য সংকেত দেওয়া হল। ছবিটির ডান দিকে তাকান। এখনও খুঁজে পাচ্ছেন না? দু'টি বড় গাছের মাঝখানের অংশটিতে ভালো করে দেখুন।
