আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ততার যুগে ঠিকমতো খাওয়ারই যেখানে সময়ের অভাব, সেখানে কেনাকাটা করার জন্য যে সময় থাকবে না, তা বলাই বাহুল্য! তাই তো ভরসা অনলাইন শপিং! সময়ের অপচয় না করে এক ক্লিকেই যে ঘরে বসে পাওয়া যায় পছন্দের পোশাক থেকে যাবতীয় প্রয়োজনীয় জিনিস। ঝক্কিও পোহাতে হয় না দোকানের ভিড়ে দাঁড়িয়ে কেনাকাটার। আবার কখনও কখনও দামের দিক থেকেও হয় অনেক সস্তা। ফলে দিনকেদিন অনলাইন কেনাকাটার উপর বাড়ছে নির্ভরশীলতা। বিশেষ করে করোনা অতিমারীর পর থেকে অনলাইন শপিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন আট থেকে আশি সকলেই। তবে অনলাইনে কিছু কিনতে হলে সচেতন থাকা জরুরি। বেশ কিছু বিষয়ে নজরে না রাখলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবল।তাহলে যে বিষয়গুলি মনে রাখবেন- 

কোনও কিছু অর্ডার দেওয়ার আগে ভাল করে যাচাই করে নিন। রিভিউ ছাড়া ওই জিনিসটি কিনবেন না। যদিও রিভিউ সবসময় যে ঠিক হয় এমনটা নয়। তবে আপনি যে জিনিসটি অর্ডার দিতে চাইছেন তা কেমন হবে সেবিষয়ে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। 

সাইজের দিকেও সতর্ক থাকতে হবে। ব্র্যান্ড অনুযায়ী অনেক সময় সাইজ লেবেল আলাদা হয়। তাই আপনি হয়তো এল সাইজের পোশাক পরেন। কিন্তু সেই একই সাইজ বিশেষ কোনও ব্র্যান্ডে এম সাইজে বিক্রি হতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনও ব্র্যান্ডের বিষয়ে না জানলে কেনা উচিত নয়। 

অনলাইনে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার দরকার। অন্তত ১২টি অক্ষর দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। যাতে মিশিয়ে থাকবে সংখ্যা, বর্ণ, বিশেষ অক্ষর। অন্তত তিন মাস অন্তর পাসওয়ার্ড বদলানো উচিত।

ডিজিটাল লেনদেনের সময়ে সচেতন থাকতে হবে। হ্যাকার যদি কোনও ভাবে লেনদেনের আইডি-তে ঢুকেও পড়ে, তা হলেও যাতে অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে না-পারে, সে জন্য ব্যাঙ্ক থেকে ফোন বা ই-মেলে ওটিপি পাঠানো হয়। তাই ভুলে কাউকে দেবেন না ওটিপি।

অনলাইনে নিরাপদ থাকতে পাসওয়ার্ডের পাশাপাশি টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন। এতে ডিজিটাল লেনদেনে করলে আপনার অ্যাকাউন্ট  সুরক্ষিত থাকবে।

ব্যাঙ্কের থেকে সবসময়ে মোবাইল অ্যালার্ট পরিষেবা নিন। তাহলে কোনও লেনদেন হলেই এসএমএস ঢুকবে মোবাইলে। ভুয়ো লেনদেন হলে তা সহজেই আপনি জানতে পারবেন।