আজকাল ওয়েবডেস্ক: এ যেন উত্তর কোরিয়ার মায়ামি। চার কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে কী নেই? একের পর এক বিলাসবহুল বিচ রিসর্ট থেকে আন্তর্জাতিক মানের ওয়াটার পার্ক, পশ্চিমী দুনিয়ার চাপকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এমনই এক পর্যটন কেন্দ্রের উদ্বোধন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম-জং-উন।
কিমের স্বপ্নের প্রজেক্ট এই বিলাসবহুল পর্যটন কেন্দ্রের নাম “ওন্সান-কালমা কোস্টাল ট্যুরিস্ট জোন”। রিসর্টটি নির্মিত হয়েছে কোরিয়ার পূর্ব উপকূল ঘেঁষে ওন্সান শহরের উপকণ্ঠে। উদ্বোধনের দিন প্রায় ৪ কিমি দীর্ঘ বিস্তৃত বালুকাবেলা ও সুনিপুণ স্থাপত্যে তৈরি এই পর্যটন কেন্দ্রটিকে কিম বর্ণনা করেছেন ‘চলতি বছরের এক অসাধারণ সাফল্য’ হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রি সোল-জু এবং তাঁদের কন্যা কিম জু-আও।
প্রকল্পটিতে রয়েছে ৫৪টি হোটেল, আধুনিক ওয়াটার পার্ক, বহুমাত্রিক বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ, বার, শপিং স্ট্রিট, সিনেমা হল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রায় ২০,০০০ পর্যটক একসঙ্গে ছুটি কাটাতে পারবেন এখানে। আগামী ১ জুলাই স্বদেশী পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে এটি খুলে দেওয়া হবে।
তবে প্রাথমিক ভাবে কেবল স্বদেশী পর্যটকদের জন্য খোলা হলেও প্রকল্পটিকে উত্তর কোরিয়ার পর্যটন শিল্পের নতুন অধ্যায় হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আসলে, এর আড়ালে আছে একাধিক কূটনৈতিক সংকেত। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি রাশিয়া এবং চীনের পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে এই রিসর্ট। তবে ইউরোপ বা মার্কিন নাগরিকদের জন্য এখনও প্রবেশ নিষিদ্ধ থাকবে বলেই মত বিশেষজ্ঞদের। ফলে রাশিয়া এবং চীনের সঙ্গে কিমের কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি কিছুদিন আগেই ভারতে উত্তর কোরিয়ার দূতাবাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজেই অদূর ভবিষ্যতে যদি ভারতীয়দের জন্যেও এই রিসর্ট খুলে দেওয়া হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে পর্যটনের মোড়কে কিম জং-উনের ‘সৈকত কূটনীতি’ নিয়ে আলোচনা তুঙ্গে।