আজকাল ওয়েবডেস্ক: যৌন উত্তেজনার নেশায় নিজের প্রস্রাবনালিতে ইউএসবি কেবল ঢুকিয়ে ফেললেন এক ২১ বছর বয়সি ছাত্র। বিষয়টি গুরুতর হয়ে ওঠে, যখন তিনি বুঝতে পারেন সেটি আর বের করা সম্ভব নয়—অবশেষে ছুটতে হয় হাসপাতালে। ‘সাউন্ডিং’ নামে পরিচিত এই যৌনচর্চায় প্রস্রাবনালিতে বিভিন্ন জিনিস ঢোকানো হয় উত্তেজনার জন্য। আগে তুলো কাঠি ও তার ব্যবহার করলেও এইবার অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলেছিলেন তিনি।

চিকিৎসকদের জানিয়েছেন, এটি ছিল তার একক যৌন পরিক্ষার অংশ। স্ক্যানে ধরা পড়ে, কেবলটি মূত্রথলিতে ঢুকে গেছে, যার ফলে অস্ত্রোপচার ছাড়া উপায় ছিল না। ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিন-এর চিকিৎসকরা জানিয়েছেন, এমন আচরণ বিরল হলেও বিপজ্জনক। প্রস্রাবনালি ফেটে যেতে পারে, হতে পারে সংক্রমণ, যৌন অক্ষমতা এমনকি সেপসিসও।

অস্ত্রোপচারে কেবলটি সফলভাবে বের করা হয়, মূত্রনালিতে বড় ক্ষতি না হলেও এক সপ্তাহের জন্য ক্যাথেটার রাখতে হয়েছে। একমাস পরে পরীক্ষা করে দেখা যায়, তিনি ভালো আছেন। বিশেষজ্ঞদের সতর্কবার্তা—উত্তেজনার খোঁজে নিজের শরীরকে ভুলবশত ক্ষতবিক্ষত করা থেকে বিরত থাকুন।