আজকাল ওয়েবডেস্কঃ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। ক্রমশ বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। করোনার জেএন.১ ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের স্রোত বইছে দেশবাসীন মনে। এরই মধ্যে আবারও রূপ বদলেছে এই ভাইরাস। NB.1.8.1 বা 'নিম্বাস' নামে পরিচিত এই নতুন ভ্যারিয়েন্টটি চিন এবং হংকং জুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ভার্জিনিয়া এবং নিউ ইয়র্ক-সহ বেশ কয়েকটি মার্কিন রাজ্যে এবং অস্ট্রেলিয়াতেও এখন এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, এই নতুন সাবভ্যারিয়েন্টটি ওমিক্রন পরিবারের অংশ। এটি সর্বশেষ সবচেয়ে প্রভাবশালী সাবভ্যারিয়েন্ট LP 8.1-এর মতো প্রায় একই রকম। ক্যালিফোর্নিয়ায় এখন শনাক্ত করা সমস্ত করোনা ভাইরাস নমুনার মধ্যে ৩৭% নিম্বাস। মে মাস থেকে ক্যালিফোর্নিয়ায় এই সাবভ্যারিয়েন্টের সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে।
লক্ষণ কী কী
নিম্বাস ভ্যারিয়েন্টের সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষণ হল তীব্র গলা ব্যথা। তবে সাধারণ গলা ব্যথা নয়, এতে রীতিমতো কাচের টুকরো গলায় আটকে থাকার মতো যন্ত্রণা অনুভব করেন রোগীরা। অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, ঠান্ডা লাগা, কাশি, শ্বাসকষ্ট এবং স্বাদ বা গন্ধ না পাওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ভ্যারিয়েন্টটি আগের অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় রোগীর শরীরে সবচেয়ে গুরুতর আকার ধারণ করতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নিম্বাস ভাইরাস মানুষের শরীরের কোষের সঙ্গে শক্তিশালী বন্ধনের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে ।
কীভাবে প্রতিরোধ করবেন ?
* গলা ব্যথা হলে প্রাথমিকভাবে সারা দিনে কয়েকবার হালকা গরম জলে নুন মিশিয়ে গার্গল করুন। কয়েকদিন গার্গল করার পরও না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাওয়া জরুরি।
* বাড়ির বাইরে বেরলে মাস্ক ব্যবহার করুন
* রাস্তা থেকে বাড়িতে আসার পর হাত-পা ভাল করে পরিষ্কার করুন।
* কোনও রকম লক্ষণ দেখলে অবশ্যই পরীক্ষা করে নিন।
