আজকাল ওয়েবডেস্ক: মানুষের মন বোঝা বড় শক্ত! কার যে কী ভাল লেগে যায় কে বলতে পারে? বিশেষ করে নারী পুরুষের সম্পর্কে এমন কোনও নির্ণায়ক বস্তু থাকা তো আরও কঠিন। কারও ভাল লাগে প্রিয়জনের চোখ, কারও ভাল লাগে প্রিয়তমার ঠোঁট। কিন্তু কারও কারও আবার এসব কিছুই ভাল লাগে না। ভাল লাগে অন্য কোনও কাজ।
সম্প্রতি অস্ট্রেলিয়ার এক মডেল জানিয়েছেন, তাঁর এমন এক কাজ পছন্দ করেন অনুগামীরা যার জন্য লাখ লাখ টাকা খসাতেও পিছপা হন না তাঁরা। মডেলের নাম গ্রেস ওয়ার্স লেস। ২৬ বছর বয়সি তারকা মডেল জানিয়েছেন, ভক্তদের অর্থ দিয়েই এখন কোটি টাকার মালকিন তিনি। মডেল জানিয়েছেন, এখন তিনি মিলিয়নেয়ার। অর্থাৎ তাঁর সম্পদের পরিমাণ ১০ লক্ষ ডলারের চেয়েও বেশি। কিন্তু কী সেই কাজ যা দেখতে এতো পছন্দ করেন তাঁর ভক্তরা?
মডেলের দাবি, ভক্তরা তাঁর খাবার খাওয়ার দৃশ্য দেখতে সবচেয়ে পছন্দ করেন। বিভিন্ন ধরনের জিনিস খেতে খেতে ভিডিও তৈরি করেন মডেল আর সেই ভিডিও আপলোড করেন নেটমাধ্যমে। মডেলের আরও দাবি, তাঁর এহেন খাবার খাওয়ার দৃশ্য নিছক ফুড ভ্লগিং নয়। বরং তাঁর খাবার খাওয়ার দৃশ্য যৌন উদ্দীপক হিসাবে কাজ করে ভক্তদের জন্য। ঢেউ তোলে তাঁদের মনে। আর সেই উত্তেজনাকে কাজে লাগিয়েই উপার্জন করেন তিনি।
