আজকাল ওয়েবডেস্ক: একদিকে গরম, অন্যদিকে আর্দ্রতা। এই অবস্থায় ত্বকের জেল্লা ধরে রাখাই দায়। কিন্তু কাজের চাপে পার্লারে যাওয়ার সময় নেই? ‘নো টেনশন’! বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এমন একটি ফেসপ্যাক যা টানটান রাখবে চামড়া, দূর করবে বলিরেখা। এমনকী রোদে পোড়া কালচে দাগও কমিয়ে দেবে নিমেষে।
উপকরণ
 
  * চালের গুঁড়ো: ১-২ চা চামচ (খুব মিহি গুঁড়ো হলে ভাল)
 
  * অ্যালোভেরা জেল: ১ চা চামচ (তাজা পাতা থেকে নেওয়া বা ভাল মানের কেনা জেল)
 
  * কাঁচা দুধ: ১-২ চা চামচ বা পরিমাণ মতো (প্যাকের ঘনত্ব ঠিক করার জন্য)
 
  * নারকেল তেল: আধ চা চামচ (এক্সট্রা ভার্জিন বা কোল্ড প্রেসড হলে ভাল)
পদ্ধতি
 
  * প্রস্তুতি: একটি পরিষ্কার ছোট বাটি নিন। যদি নারকেল তেল জমে গিয়ে থাকে, তবে ব্যবহারের আগে সামান্য গরম করে গলিয়ে নিন। যদি তাজা অ্যালোভেরা ব্যবহার করেন, তবে পাতা থেকে সাবধানে জেল বের করে নিন।
 
  * মিশ্রণ: বাটিতে প্রথমে চালের গুঁড়ো নিন। এর সঙ্গে অ্যালোভেরা জেল যোগ করুন। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। পেস্ট যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়, মুখে লাগানোর মতো ঘনত্বে আনুন। সবশেষে, গলানো নারকেল তেল মিশিয়ে দিন। সব উপকরণ একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন যাতে কোনও দলা না থাকে।
 ব্যবহার
 
    * প্রথমে আপনার মুখ ভালভাবে পরিষ্কার করে মুছে নিন।
 
    * তৈরি করা ফেসপ্যাকটি আঙ্গুল বা ব্রাশের সাহায্যে মুখে এবং গলায় সমানভাবে লাগান। চোখ এবং ঠোঁটের চারপাশের অংশ বাদ দিন।
 
    * প্যাকটি ১৫-২০ মিনিট রাখুন বা প্রায় শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। তবে পুরোপুরি শুকিয়ে টানটান হতে দেবেন না।
 
    * সময় হয়ে গেলে, হাতে সামান্য জল নিয়ে হালকাভাবে মালিশ করে প্যাকটি নরম করুন। এরপর সামান্য উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
 
    * মুখ ধোয়ার পর একটি নরম তোয়ালে দিয়ে হালকা চেপে মুছে নিন এবং প্রয়োজনে ময়েশ্চারাইজার লাগান।
সপ্তাহে ১-২ বার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
 
 এই ফেসপ্যাকটি ত্বককে মসৃণ করতে, মৃত কোষ দূর করতে, আর্দ্রতা যোগাতে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করতে পারে।
