আজকাল ওয়েবডেস্ক: একদিকে গরম, অন্যদিকে আর্দ্রতা। এই অবস্থায় ত্বকের জেল্লা ধরে রাখাই দায়। কিন্তু কাজের চাপে পার্লারে যাওয়ার সময় নেই? ‘নো টেনশন’! বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন এমন একটি ফেসপ্যাক যা টানটান রাখবে চামড়া, দূর করবে বলিরেখা। এমনকী রোদে পোড়া কালচে দাগও কমিয়ে দেবে নিমেষে। দরকার শুধু কয়েকটি ঘরোয়া উপাদান

আলুর প্যাক
শুনতে অদ্ভুত লাগলেও আলু ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে খুবই কার্যকর। প্রথমে একটি আলু গ্রেট করে রস বার করে নিন। অন্যদিকে একটি পাত্রে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে তাতে দু’টি ভিটামিন ই ক্যাপসুল যোগ করুন। এর পর এতে এক চিমটি কফি এবং এক চা চামচ গোলাপ জল দিয়ে দিন। অ্যালোভেরা ত্বককে ঠান্ডা রাখে, আর ভিটামিন ই পুষ্টি সরবরাহ করে এবং নতুন কোষ বাড়াতে সাহায্য করে। গ্রেট করে রাখা আলু একটি সুতির কাপড়ে নিয়ে চেপে চেপে রস বার করুন। সেই রস অ্যালোভেরা ও ভিটামিন ই-এর সঙ্গে মিশিয়ে নিন ভাল করে। চাইলে অর্থেক পাতিলেবুর রস যোগ করতে পারেন। তবে সতর্ক থাকবে লেবুর রস কিন্তু সকলের সহ্য হয় না।

এই মিশ্রণটি ফ্রিজে রেখে ঠান্ডা করুন। সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। তার পর আলতো হাতে এই ক্রিম মেখে নিন সারা মুখে। দেখবেন রোদে পোড়া কালচে দাগ ম্যাজিকের মতো দূর হয়ে গিয়েছে। সাত দিন ব্যবহার করলেই কমতে শুরু করবে ত্বকের বয়স। দূর হবে বলিরেখা।