আজকাল ওয়েবডেস্ক: চারদিকে দূষণ, প্রবল ধুলোবালি। সঙ্গে আবহাওয়াও বদলাচ্ছে নিজের খেয়ালখুশি অনুসারে। এই অবস্থায় ত্বকের যত্ন না নিলে শুধু যে ত্বকের ক্ষতি হতে পারে তাই নয়, দেখা দিতে পারে নানান ধরনের চর্মরোগ। শুধু কি রুপটান বা ত্বকচর্চা? ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যেও নিয়মিত ত্বকের যত্ন করে দরকার। কিন্তু আর সব কিছুর মতোই সেই যত্ন অতিরিক্ত হলেই মুশকিল। ত্বকের জন্য অতিরিক্ত রূপটান হয়ে উঠতে পারে ঝুঁকির।

 

অতিরিক্ত মুখ ধোয়া

আমাদের ত্বকে অসংখ্য প্রাকৃতিক তৈলগ্রন্থি থাকে। বারবার মুখ ধুতে থাকলে। এই তেল ত্বকের থেকে একেবারে হারিয়ে গেলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। চুলকানি হতে পারে। আবার কিছু ক্ষেত্রে বারবার মুখ ধোয়ার ফলে তেলের ক্ষরণ বেড়ে যেতে পারে।

 

সানস্ক্রিন ছাড়াই রোদে বেরনো

সানস্ক্রিন লোশন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। সানস্ক্রিন ছাড়া রোজ রোজ রোদে বেরলে ত্বক দ্রুত বুড়িয়ে যায়। ত্বকে ক্রমশ কাল দানা দানা দাগ, বলিরেখা ইত্যাদি দেখা দিতে পারে। এমনকী ত্বকের ক্যানসার পর্যন্ত হতে পারে।

 

অতিরিক্ত প্রসাধনী ব্যবহার

একেকটি প্রসাধনীর একেক রকম কাজ। কিন্তু একটি উপাদানের সঙ্গে অন্য উপাদান মিশিয়ে ফেললে সঠিক ফল নাও মিলতে পারে। যেমন অনেকে রেটিনল, এএইচএ এবং ভিটামিন সি সমৃদ্ধ প্রসাধনী একসঙ্গে ব্যবহার করেন। এতে হিতে বিপরীত হয়। ত্বকের উপর বাড়তি চাপ পড়ে।

 

ব্রণ ফাটানো

ব্রণ এমন একটি জিনিস যা মুখে প্রবল অস্বস্তি তৈরি করে। অনেকেই এর থেকে দ্রুত মুক্তির উপায় হিসাবে সেই ব্রণ ফাটিয়ে ফেলেন। কিন্তু এতে সাধারণত জীবাণু আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাছাড়া ব্রণ ফাটানোর ফলে যে ক্ষত তৈরি হয় তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ে। মুখে দাগ হয়।

 

মেক আপ না তোলা

রূপটানের সামগ্রী মুখ থেকে না তোলা ত্বকের সমস্যার একটি বড় কারণ। মেক আপ পরেই রাতে ঘুমিয়ে পড়লে কোষের মুখ বন্ধ হয়ে থাকে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে।

 

বেশি গরম জল দেওয়া

ঈষদুষ্ণ গরম জলে মুখ ধোয়া যেতে পারে কিন্তু অতিরিক্ত গরম জল দিয়ে মুখ ধুলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা উবে যায় এবং ত্বকের বাইরের স্তর ক্ষতিগ্রস্ত হয়।

 

হাত এবং ঘাড়

বার্ধক্যের ছাপ সবার আগে ফুটে ওঠে মুখে। একথা যেমন সত্যি, তেমনই এটাও সত্যি যে ঘাড় এবং হাতেও বয়সের ছাপ পড়ে। কারণ মুখের মতোই এই অঙ্গগুলিও দীর্ঘক্ষণ পোশাকের বাইরে থাকে। ফলে রোদ-জল-দূষণ সব কিছুর প্রভাব এই অঙ্গগুলিতেও প্রত্যক্ষ ভাবে পড়ে। কিন্তু ত্বক চর্চার সময় অনেকেই এই অংশগুলির উপর নজর দেননা। ফলে ঘাড়ে কালচে দাগ পড়ে যায়। কুঁচকে যায় হাতের চামড়া। 

 

সব মিলিয়ে ত্বকচর্চা একদিকে যেমন ভারসাম্যের ব্যাপার। তেমনই যত্নের বিষয়। রান্নায় যেমন মশলার এদিক ওদিক স্বাদের পার্থক্য তৈরি করে। সাজও তেমনই। সবই সঠিক অনুপাতের খেলা।