আজকাল ওয়েবডেস্ক: বাবা মাইকেল জ্যাকসনও সবসময় স্পট লাইটের আলোতে থাকতেন। একই পথে হাঁটছেন জ্যাকসন তনয়া প্যারিসও। সম্প্রতি ফ্রান্সের প্যারিস ফ্যাশন উইকে মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসনের পরা একটি পোশাক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
ফ্যাশন উইকের রেড কার্পেটে প্যারিসকে দেখা যায় সম্পূর্ণ ‘সি থ্রু’ বা স্বচ্ছ একটি গাউনে। অনুরাগী এবং সমালোচকদের একাংশের বক্তব্য সেই পোশাকে আর যাই হোক লজ্জা নিবারণ সম্ভব নয়। কারণ প্যারিসের গোটা শরীরই মশারির জালের মতো সেই পোশাকের মধ্যে দিয়েই দেখা যাচ্ছে। জ্যাকসন কন্যার সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি। ব্যাপক আলোচনা শুরু হয় তাঁর এই পোশাক নিয়ে।
প্রাথমিক ভাবে উচ্চবাচ্য না করলেও শেষ পর্যন্ত নিজের পোশাক নিয়ে মুখ খুললেন প্যারিস নিজে। তবে সমালোচনার মুখেও নিজের সাজ নিয়ে নেতিবাচক কিছু বলতে নারাজ তিনি। বরং তাঁর বক্তব্য, “পোশাকের নিচে শুধুই একটা শরীর রয়েছে। মানুষের শরীরের প্রতি কারও নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়।” প্যারিসের মতে, পোশাক শিল্পকলার একটি অংশ এবং এই বিশেষ পোশাকের মাধ্যমে তিনি তাঁর শরীরের স্বাভাবিক সৌন্দর্য তুলে ধরতে চেয়েছেন। প্যারিস মুখ খোলার পরেই কিছুটা সুর বদলেছে নেটিজেনদের। পোশাকটি নিয়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। মাইকেল কন্যার আত্মবিশ্বাসের প্রশংসাও করছেন অনেকে।
