আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ রাশি পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক। আগামী ২৪ জানুয়ারী বুধ মকর রাশিতে গোচার করবে। বুধের স্থান পরিবর্তনে ৫ রাশির কপাল খুলতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক ভাগ্যের চাকা ঘুরবে কাদের?
মেষ রাশি: মকর রাশিতে বুধের গোচারের প্রভাবে মেষ রাশি লাভবান হবে। কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। পেশাদার জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিলে বড় বিনিয়োগের সুযোগ পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।
বৃষ রাশি: বুধের গোচার বৃষ রাশির জন্য শুভ হবে। যারা চাকরি খুঁজছেন, তাঁদের নতুন চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। পুরনো চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে বড় চুক্তি স্বাক্ষর করতে পারেন৷ স্বাস্থ্যের প্রতি নজর দিন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
কন্যা রাশি: মকর রাশিতে বুধের গোচর কন্যা রাশির সুদিন ফেরাবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে। লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মকর রাশি: বুধের মকর রাশিতে গোচারের ফলে এই রাশির মানুষদের জীবনে বাড়বে সুখ-সমৃদ্ধি। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। কাজের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কোনও আইনি সমস্যা চললে এবার সমাধানের পথ খুঁজে পাবেন।
