নতুন বছরের একদম গোড়াতেই মৌনী অমাবস্যা। আগামী ১৮ জানুয়ারি রাত ১২টা ৩ মিনিটে শুরু হবে অমাবস্যা, চলবে ১৯ জানুয়ারি রাত ১টা ২১ মিনিট পর্যন্ত। এই বিশেষ দিনে কী কী করা উচিত, কী নয়, কাদের ভাগ্যের হাল ফিরছে জেনে নিন। 

মৌনী অমাবস্যায় কী করবেন? 

প্রথমত, মৌনী অমাবস্যায় চেষ্টা করুন গোটা দিনে অন্তত কিছুটা সময় যদি নীরবতা বা মৌনতা পালন করা যায়। ঝগড়া তো ভুলেও করবেন না। প্রয়োজন পড়লে তবেই কথা বলুন। 

দ্বিতীয়ত, ভোর ভোর স্নান করুন। সম্ভব হলে গঙ্গা, যমুনার মতো কোনও পবিত্র নদীতে স্নান করুন। না হলে, বাড়িতেই স্নান করুন। 

কেবল নদীতে স্নান নয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। একই সঙ্গে গরীব, দুঃখীদের দান করুন। কী দান করবেন? খাবার, জামাকাপড়, তিল, ইত্যাদি। বাড়িতে জ্বালান ঘি বা তেলের বাতি। 

জপ করুন। গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ধ্যান করতে পারেন। মোদ্দাকথা এমন কিছু করুন যাতে মন, মাথা শান্ত থাকে। 

এদিন পারলে আমিষ খাবার এড়িয়ে চলুন। নিরামিষ খান। আরও ভাল হয়, যদি উপোস করতে পারেন। 

এদিন শিব, সূর্য, ভগবান বিষ্ণু এবং গঙ্গার আরাধনা করুন। 

হালকা রঙের জামা পড়বেন। কালো রংয়ের জামা এড়িয়ে চলুন। 

কী কী করবেন না মৌনী অমাবস্যায়? 

কারও সঙ্গে ঝগড়া, তর্ক করবেন না একদম। কারও মনে আঘাত করা, বা তির্যক কথা বলাও এড়িয়ে চলুন। মিথ্যে কথা বলবেন না। 

মাছ, মাংস, মদ, রসুন, পেঁয়াজ খাবেন না। পারলে ধূমপান করা, রাত জেগে পার্টি করা, এসবও এড়িয়ে চলুন। 

মৌনী অমাবস্যায় কোনও নতুন জিনিস কিনবেন না। কোনও নতুন ব্যবসা বা কাজ শুরু করবেন না। নতুন কোনও প্রকল্পে হাত দেবেন না। 

নখ কাটা থেকে চুল কাটা, শেভিং, শ্যাম্পু করা থেকে বিরত থাকুন। 

অযথা জল অপচয় করবেন না। খাবার ফেলবেন না। 

কোনও নেতিবাচক চিন্তা বা ভাবনাকে মনে জায়গা দেবেন না। কোনও অভিযোগ জানাবেন না কোনও বিষয়ে। 

কাদের ভাগ্য খুলছে মৌনী অমাবস্যায়? 

মীন: আধ্যাত্মিক উন্নতি হবে এই রাশির। ভাবনা পরিষ্কার হবে এমন কোনও বিষয়ে, যা নিয়ে মনে উচাটন চলছে। মন শান্ত হবে। 

বৃশ্চিক: কোনও গভীর ক্ষত বা আঘাত থেকে সেরে উঠবেন। নেতিবাচক প্রভাব বা জিনিস জীবন থেকে দূরে যাবে। জীবনে কোনও জটিলতা চললে সেটা কেটে যাবে। 

কর্কট: জীবনে শান্তি আসবে। পরিবারের সঙ্গে সুসময় কাটাবেন। যে কাজ হাত দেবেন তাতেই সফলতা পাবেন। 

মকর: আর্থিক সমস্যায় ভুগে থাকলে সেটা দূর হবে। আয় বাড়বে। এতদিন ধরে আপনি যে কঠোর পরিশ্রম করেছেন সেটার ফল পাবেন।