আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের সেনাপতি মঙ্গল প্রতি ৪৫ দিন অন্তর রাশি পরিবর্তন করে। গত ৩ এপ্রিল মঙ্গল মিথুন ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছেন। ৬ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন সেনাপতি। এরপর ৭ জুন মঙ্গল সিংহ রাশিতে গমন করবেন। মঙ্গলের এই গোচরের প্রভাবে ৪ রাশির জীবনে চরম দু:সময় নেমে আসবে। দুর্ঘটনা, রোগ, আর্থিক সমস্যায় জর্জরিত হতে পারেন কারা? জেনে নিন-

মেষ রাশি: মঙ্গলের রাশিচক্রের পরিবর্তন মেষ রাশির জন্য অশুভ হতে পারে। সামান্য বিষয়েও মেজাজ হারাতে পারেন। নিজের রাগ নিয়ন্ত্রণ না করলে শারীরিক, মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। অচেনা কাউকে দ্রুত বিশ্বাস করবেন না। সঠিক খাদ্যাভ্যাস ঠিক না রাখলে বড়সড় রোগে ভুগতে পারেন।

কর্কট রাশি: গ্রহের সেনাপতির গোচরে খারাপ সময়ে কর্কট রাশির মানুষদের ধৈর্য হারালে চলবে না। মন শান্ত রেখে পেশাগত-ব্যক্তিগত জীবনে বিবাদ থেকে দূরে থাকুন। সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে৷ নিজে গাড়ি চালালে সাবধানে  চালান।  আচরণে সংযম না রাখলে বৈবাহিক জীবনে সমস্যা হতে পারে।

সিংহ রাশি: মঙ্গলের কর্কট রাশিতে গমন সিংহ রাশির জন্য দু:সময় বয়ে এনেছে। জমি সংক্রান্ত সমস্যায় জড়িতে পড়তে পারেন। কোনও কাগজে স্বাক্ষর করার আগে ভাল করে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে বদলি হতে পারেন। ব্যবসায়ে লোকসানের আশঙ্কা রয়েছে৷

মকর রাশি: মঙ্গলের অশুভ প্রভাব পড়বে মকর রাশির উপর। যে কোনও কাজে বুঝেশুনে সিদ্ধান্ত নিন। অন্যথায় ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। অর্থ লেনদেনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করুন। অপ্রয়োজনীয় ভ্রমণের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।