আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্যে পারস্পরিক প্রত্যাশা থাকে অনেক। শারীরিক সম্পর্ক তার মধ্যে অন্যতম। আর সেই চাহিদা পূরণ না হলে যে সম্পর্ক কোন দিকে যেতে পারে তা নিশ্চিত করে বলা যায় না। তেমনই একটি ঘটনার কথা নিজের স্বীকারোক্তিতে জানালেন এক যুবক।

ব্রিটেনের একটি সংবাদপত্রে প্রকাশিত এক স্বীকারোক্তিতে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক লিখেছেন, তাঁর বয়স বর্তমানে ৩৭, স্ত্রীর বয়স ৩৪। বিয়ের আগে এক বছর প্রণয়ের সম্পর্কে আবদ্ধ ছিলেন দু’জনে। তখনও অবশ্য কোনও শারীরিক সম্পর্ক হয়নি। যুবক ভেবেছিলেন, বিয়ের পরে হয়তো বদল হবে পরিস্থিতির। কিন্তু পরিস্থিতির বদল তো হলই না, উল্টে আরও জটিল হল সম্পর্ক। এমনই স্বীকারোক্তি উঠে এসেছে এক ব্রিটিশ যুবকের গলায়।

পাঁচ বছর হল তাঁদের বিয়ে হয়েছে। কিন্তু স্ত্রী কিছুতেই শারীরিক সম্পর্ক গড়তে চান না। যুবকের দাবি, যৌনতার কথা উঠলেই স্ত্রী বলেন, যেমন চলছে চলুক। অর্থাৎ তিনি শারীরিক সম্পর্কে আগ্রহী নন। কখনও কখনও পূর্বরাগ পর্যন্ত এগোলেও শেষ পর্যন্ত শারীরিক সম্পর্কে আর এগোয় না। অন্যদিকে ছয় বছর যৌনতাহীন জীবন কাটানোর পর হতাশায় ভুগতে শুরু করেন যুবক। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেননি।

ঘটনায় নয়া মোড় আসে সম্প্রতি। একদিন একটি চকলেটের দোকানে হঠাৎ করেই কিশোরবেলার এক বান্ধবীর সঙ্গে দেখা হয় যুবকের। প্রাথমিক ভাবে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হলেও একদিন তাঁরা একসঙ্গে মদ্যপান করেন। আর তার পরই সঙ্গমে লিপ্ত হন দু’জন। যুবক নিজের দাম্পত্যের সমস্যার কথা তাঁকে জানান। তার পর ক্রমশ বাড়তে থাকে ঘনিষ্ঠতা। আর এই বিষয়টিই দ্বন্দ্বে ফেলেছে যুবককে। একদিকে স্ত্রীর সঙ্গে কাটানো যৌনতাহীন জীবন, অন্যদিকে প্রেমিকার সঙ্গে কাটানো সময়। কোনটাকে বেছে নেওয়া উচিত? জানতে চেয়ে প্রশ্ন করেছেন তিনি।