আজকাল ওয়েবডেস্ক: একই সঙ্গে চালাচ্ছিলেন দুই সংসার। বাড়িতে স্ত্রী, বাড়ির বাইরে তরুণী সহকর্মীর সঙ্গে সহবাস। শুধু সহবাসেই ক্ষান্ত ৫৫ বছর বয়সি প্রৌঢ়। আগের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই বিয়ে করে ফেলেন অফিসের সেই তরুণীকে। আপাত স্বাভাবিক জীবনের তলে তলে যে এমন দুই নৌকায় পা দিয়ে চলছেন ওই প্রৌঢ়, ঘুণাক্ষরেও টের পাননি কেউ। ভালই চলছিল সবকিছু। সমস্যা তৈরি হল দ্বিতীয় স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর। সন্তান প্রসবের সময় হাসপাতলে ভর্তি হতেই হাতেনাতে ধরা পড়লেন প্রৌঢ়। অভিযুক্ত প্রৌঢ় সিঙ্গাপুর নিবাসী এক প্রবাসী ভারতীয়।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
অভিযুক্ত ব্যক্তির নাম ভাইথিয়ালিঙ্গম মুথুকুমার। অভিযোগ ২০০৭ সালে ভারতের প্রথমবার বিবাহ করেন তিনি। এরপর কর্মসূত্রে তাঁকে সিঙ্গাপুরে চলে যেতে হয়। সেখানে ২০১১ সালে সিঙ্গাপুরের অধিবাসী সহকর্মী সালমা বি আব্দুল রাজ্জাক-এর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে করেন তিনি। মুথুকুমার যে বিবাহিত একথা জানতেন সালমা। ২০২২ সালে ভারতে এসে তাকেই বিবাহ করার সিদ্ধান্ত নেন তিনি। তবে স্বামীর দ্বিতীয় বিয়ের কথা একেবারেই জানতেন না প্রথম পক্ষের স্ত্রী।
আরও পড়ুন: পুরুষের ওই বিশেষ লোমে কুকুরের থেকেও বেশি জীবাণু থাকে! ঠিকভাবে পরিষ্কার করবেন কীভাবে? জেনে নিন ৬ টিপস
এরপর দুই স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে বসবাস করতে শুরু করেন মুথুকুমার। কিন্তু প্রথম পক্ষের স্ত্রী কে দ্বিতীয় বিয়ের কথা জানতে দেননি কখনও। ঘটনায় নতুন মোড় আসে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সালমা। তাঁকে নিয়ে সিঙ্গাপুরের কে কে উমেন্স এন্ড চিলড্রেন হসপিটালে যান মুথুকুমার। কিন্তু প্রৌঢ় জানতেন না যে ওই সময়ে হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন প্রথম পক্ষের স্ত্রীও। সেখানেই প্রথম পক্ষের স্ত্রী সালমার সঙ্গে দেখে ফেলেন মুথুকে। আর তাতেই ফাঁস হয়ে যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা।

ভারতীয় আইনে পরকীয়া বেআইনি নয়। কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে করা আইন সম্মত নয়। সিঙ্গাপুরের আইন এই বিষয়ে আরও কড়া। সে দেশের আইন অনুযায়ী একাধিক বিয়ে করার অপরাধে সর্বোচ্চ সাত বছরের শাস্তি হতে পারে। সঙ্গে আর্থিক জরিমানা হতে পারে প্রায় সাত লক্ষ টাকা। গোটা ঘটনা সামনে আসতেই মুথুকুমারের বিরুদ্ধে মামলা দায়ের হয় সিঙ্গাপুরে। সেই মামলার রায় বেরল চলতি সপ্তাহে। আদালতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, ওই প্রৌঢ় দুই স্ত্রীর সঙ্গেই প্রতারণা করেছেন। আদালতে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওই প্রৌঢ়। সব মিলিয়ে সিঙ্গাপুরের আইন বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে এই কান্ড ঘটানোর ফলে সর্বোচ্চ সাত বছরের শাস্তি হতে পারে অভিযুক্ত মুথুকুমারের।
